কোটা আন্দোলন, বিপ্লব পরবর্তী প্রশাসনের অর্জনে চবির ২০২৪

চবি
চবি  © টিডিসি সম্পাদিত

দেশের সর্ববৃহৎ স্বায়ত্তশাসিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক আওয়ামীপন্থি প্রশাসনের নজিরবিহীন দুর্নীতি, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সংঘর্ষ, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে ২০২৪ শুরু। পরবর্তীতে জুলাই বিপ্লবে শিক্ষার্থীদের উপর হামলা। কোটা আন্দোলনে চবির দুই শহীদ এবং বিপ্লব পরবর্তী বর্তমান প্রশাসনের নানা উদ্যোগে শেষ হয়েছে বছর। বছরের নানা সাড়া জাগানো ঘটনা নিয়ে লিখেছেন চবির দ্যা ডেইলি ক্যাম্পাস প্রতিনিধি সুমন বাইজিদ

এক ভবন উদ্বোধন ব্যয় ৪৪ লাখ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) মেরিন সায়েন্স অ্যান্ড ফিশারিজ অনুষদের ভবন উদ্বোধনে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা খরচ করে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরীণ আখতারের প্রশাসন। এ খরচের ব্যাখ্যা চেয়ে দুইবার চিঠি দেয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে শেষ পর্যন্ত এর সঠিক কোনো ব্যাখ্যা দিতে পারেনি সাবেক এ উপাচার্য ও তার প্রশাসন। এছাড়া ফ্যাসিস্ট সরকারের সাবেক দুই মন্ত্রী ড. হাছান মাহমুদ (পররাষ্ট্রমন্ত্রী) ও মহিবুল হাসান চৌধুরীকে (শিক্ষামন্ত্রী) অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কয়েকটি দৈনিক পত্রিকায় বিজ্ঞাপন দেন অধ্যাপক শিরীণ। বিষয়টি নজরে আসলে এই ব্যয় কোন খাত থেকে করা হয়েছে- তা জানতে চেয়ে চিঠি দেয় ইউজিসি। তবে, এরও কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি তিনি।

উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষক সমিতির
বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য শিরীণ আখতারের পদত্যাগ দাবিতে গতবছর থেকে আন্দোলন শুরু করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক নেতৃবৃন্দ। ৪ ফেব্রুয়ারি থেকে কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক সমিতি। পরবর্তীতে গত মার্চে শিরীণ আখতারকে সরিয়ে সাবেক ইউজিসি সদস্য অধ্যাপক ড. আবু তাহেরকে ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ দেয় রাষ্ট্রপতি। 

৫ বছরে ৫৪০ জনকে নিয়োগ শিরীণের
১৯ মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগের মধ্য দিয়ে শেষ হয় অধ্যাপক ড. শিরীণ আখতার অধ্যায়। তবে নিজের শেষ দিনে এসেও তিনি নিয়োগ দেয়া থেকে নিজেকে দমিয়ে রাখতে পারেননি। দৈনিক মজুরির ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে, হল ও দপ্তরে অন্তত ৪৪ জনকে ৩য় ও ৪র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে নিয়োগ দেন তিনি। এ নিয়ে নিজের উপাচার্য হিসেবে ৪ বছরে অন্তত ৫৪০ জনকে বিভিন্ন সেক্টরে নিয়োগ দেন সাবেক এ উপাচার্য। যার ১৯৫ টিই ছিল বেআইনি নিয়োগ।

দুদকের জালে শিরীণ আখতার 
শিরীণ আখতারের বিরুদ্ধে পাওয়া সকল দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৫ সেপ্টেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি কমিটি গঠন করা হয়। বর্তমানে এ অভিযান চলমান রয়েছে।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যত অপকর্ম 
বছরের শুরুতেই মেসে মেয়ে নিয়ে যাওয়াকে কেন্দ্র করে নিষিদ্ধ সংগঠন চবি সাবেক শাখা ছাত্রলীগের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয় ৮ জন।

গত ২ ফেব্রুয়ারি সমাজবিজ্ঞান অনুষদের একটি নামফলকের কাজে নিয়োজিত ঠিকাদারকে মারধর করে ২ লাখ ১৩ হাজার টাকার কাজে ৩ লাখ টাকা চাঁদা দাবি করে সাবেক ছাত্রলীগের ৪ নেতা। 

১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশনে ছাত্রলীগের এক কর্মীকে মারধর করায় ত্রিমুখী সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগ। এতে আহত হয় শিক্ষার্থীসহ ২৭ জন নেতাকর্মী।  

গত ১৯ মার্চ সাবেক উপাচার্য ড. তাহেরের নিয়োগের পরপরই ছাত্রলীগের বাহিরে সকল নিয়োগ ক্যান্সেল করতে হবে বলে সাবেক রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কেএম নূর আহমদকে শাসান ছাত্রলীগের নেতাকর্মীরা। 

সাবেক উপাচার্য শিরীণ আখতারের নিজ বাসভবনের নিচে পথরোধ করে চাকরির জন্য পায়ে পড়েন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মইনুল ইসলাম রাসেল। এরকম একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। 

গত ২১ মে হাটহাজারী উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় চবি ছাত্রলীগের উপগ্রুপের নেতাকর্মীরা। এতে আহত হয় ১১ জন।

এছাড়া শিক্ষার্থীদের বিভিন্নভাবে নির্যাতন, হলে মাদক কারবারসহ বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকতো ছাত্রলীগের নেতাকর্মীরা। 

কোটা আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের উপর দফায় দফায় হামলা করে ছাত্রলীগের নেতাকর্মীরা। ১৪ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে প্রথম শিক্ষার্থীদের উপর হামলা চালানো হয়। পরবর্তীতে শহীদ মিনারে আন্দোলনরতদের উপর নির্মমভাবে হামলা চালায় ছাত্রলীগের সন্ত্রাসীরা। শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে শহরে আন্দোলন শুরু করলে তাদের বিভিন্নভাবে বাঁধা দেয় তারা। শাটল ট্রেন আটকানো, প্রধান ফটকে টহল, হল থেকে বের করে দেওয়া, এমনকি হত্যারও হুমকি দিতো ছাত্রলীগের নেতাকর্মীরা।  

আন্দোলনকারীদের উপর প্রশাসনের অমানবিক আচরণ 
শুধু ছাত্রলীগ নয়, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর অমানবিক আচরণ করেছে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু তাহেরের প্রশাসন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির মধ্যেই গত ১৮ জুলাই শিক্ষার্থীদের হল থেকে জোরপূর্বক বের করে রুম সিলগালা করে দেয় সাবেক প্রশাসন। এমনকি নারী শিক্ষার্থী ও ক্যাম্পাস সাংবাদিকদেরও হল ত্যাগে বাধ্য করা হয়। তবে প্রশাসনের তত্ত্বাবধানেই হলে থাকতো নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।

সাংবাদিকের উপর হামলা
গত ১৯ জুলাই রাত পৌনে এগারোটার দিকে সংবাদ সংগ্রহের সময় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্টে মারধরের শিকার হন চবি সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম খবরের প্রতিনিধি শাহ রিয়াজ মোহাম্মদ। হামলাকারী ছাত্রলীগের নেতাকর্মীরা পেছন থেকে এসে প্রথমে মুখে ও মাথায় কাপড় পেঁচিয়ে দেয়। পরে তারা ভুক্তভোগী সাংবাদিককে উপর্যুপরি মারধর করে। এ ঘটনায় ছাত্রলীগের ১১ জনের নামে মামলা করা হয়েছে। 

কোটা আন্দোলনে চবি শিক্ষার্থীর ভিন্নধর্মী প্রতিবাদ
কোটা বিরোধী এক ভিন্নধর্মী প্রতিবাদ করে বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সৈয়ব আহমেদ সিয়াম। তিনি সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের দাবিতে একক অবস্থান কর্মসূচি পালন করেন। এসময় তিনি ব্যাঙ্গাত্মকভাবে বলেন 'কোটার সুবিধা পেতে আমি মুক্তিযোদ্ধার নাতনিকে বিয়ে করতে চাই।'   

কোটা বিরোধী আন্দোলনে সক্রিয় চবি শিক্ষার্থীরা
সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা বাতিল ও ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে পহেলা জুলাই  'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’-এর ব্যানারে সমাবেশ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শুরুতে অল্প সংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসে আন্দোলন করলেও পরবর্তীতে তা বৃহৎ আকারে পরিণত হয়। আন্দোলন ক্যাম্পাস থেকে বিশ্ববিদ্যালয়ের ১ নং গেইটে হস্তান্তর এবং পরবর্তীতে নগরীতে শুরু হয় সরকার পতনের ১ দফা আন্দোলন। আন্দোলনের মাঝপথে স্বৈরাচারী হাসিনার সন্ত্রাসীরা সারাদেশে হামলা চালালে যখন আন্দোলন কিছুটা স্তিমিত হয়ে যায়, তখন বন্দর নগরী চট্টগ্রামের ছাত্র-জনতা ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বুক পেতে আন্দোলন চালিয়ে যান। 

অভ্যুত্থানে চবির দুই বীর শহীদ
১৮ জুলাই নগরীর বহদ্দারহাট এলাকায় সংঘর্ষে গুলিবিদ্ধ হন চবির ইতিহাস বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী হৃদয় চন্দ্র তরুয়া। প্রথমে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই শহীদ হন হৃদয় চন্দ্র তরুয়া। অন্যদিকে ৪ আগস্ট নিজ এলাকা মাগুরায় আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হন একই বিভাগের শিক্ষার্থী ফরহাদ হোসেন। এছাড়া আন্দোলনে ডান চোখে গুলিবিদ্ধ হয়ে দুর্বিষহ দিন পার করছেন বাংলা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. শুভ হোসেন। তার সহপাঠীরা চতুর্থ বর্ষের পরীক্ষা দিচ্ছে কিন্তু তার দিন কাটছে চার দেয়ালের কোণায়।

শিক্ষকদের আন্দোলনে দু'বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা 
জুলাইয়ের শুরু থেকে শিক্ষকদের পেনশন স্কিম বাতিলের আন্দোলন এবং পরে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে দুই বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় চবি। গণঅভ্যুত্থানে প্রায় তিন মাস অচলাবস্থায় কাটিয়েছে ৮১ দিন পর ৬ অক্টোবর থেকে শুরু হয় বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম। 

টাইমস ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে দেশের মধ্যে দ্বিতীয় চবি 
টাইমস ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ে টেকসই লক্ষ্যমাত্রা অর্জনে সেরাদের তালিকায় স্থান পায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। টাইমসের এই মর্যাদাপূর্ণ র‍্যাংকিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় এবং আন্তর্জাতিক তালিকায় ১০০১ তম স্থান অধিকার করে বিশ্ববিদ্যালয়টি।

সেরা নদী বিজ্ঞানীর পুরস্কার ও প্রকৃতি সংরক্ষণ পদক পেলেন চবি অধ্যাপক
বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক ড. মো. মনজুরুল কিবরিয়া শ্রীলঙ্কার কলম্বোর কেলানিয়া বিশ্ববিদ্যালয়ে গত ৮-৯ নভেম্বর অনুষ্ঠিত তৃতীয় আন্তর্জাতিক নদী কংগ্রেসে ‘Best River Scientist Award 2024’ এ ভূষিত হন। এছাড়া গত ২৫ ডিসেম্বর দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রকৃতি সংরক্ষণ পদক লাভ করেন এ অধ্যাপক। 

ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে অধ্যাপককে বরখাস্ত
নিজ বিভাগের এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মাহবুবুল মতিনকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে স্থায়ীভাবে অপসারণ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

৬ জন শিক্ষার্থীকে হারিয়েছে চবি, কোটা আন্দোলনে ২ 
জুলাইয়ের কোটা আন্দোলনে শহীদ হন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস বিভাগের হৃদয় তরুয়া ও ফরহাদ হোসেন। এছাড়া মোটরসাইকেল দুর্ঘটনায় একজন, ব্যক্তিগত সমস্যায় জর্জরিত হয়ে আত্মহত্যায় দুজন, বন্যার সময় ফেনিতে ত্রাণ বিতরণ করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একজন এবং অসুস্থ হয়ে অক্সিজেনের অভাবে আরও এক শিক্ষার্থী প্রাণ হারান।

চবি ঝর্ণা যেন অভিশপ্ত মরণফাঁদ 
রীতিমতো অভিশপ্ত মরণফাঁদে পরিণত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ঝর্ণা। গত চার বছরে কেড়ে নিয়েছে ৩ টি প্রাণ। সবশেষ ১৬ মে ঝর্ণায় ঘুরতে এসে মোহাম্মদ জোনায়েদ নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র মৃত্যুবরণ করে।

নতুন উপাচার্য অধ্যাপক ড. ইয়াহইয়া আখতার 
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের গত ১১ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। পরবর্তীতে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পান রাজনীতি বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার। 

প্রকাশ্যে চবি ছাত্রশিবির, কমিটিতে ৫ সমন্বয়ক
গত ২৪ সেপ্টেম্বর প্রশাসন বরাবর ২৪ দফা দাবি দিয়ে প্রকাশ্যে আসেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নাহিদুল ইসলাম ও সেক্রেটারি মুহাম্মদ ইব্রাহীম। পরবর্তীতে ২০ নভেম্বর  প্রকাশ করা হয় শাখাটির ১৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির পরিচয়। এর মধ্যে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চবির ৪ সমন্বয়ক ও একজন সহ-সমন্বয়ক। 

৭ বছর পর বৈধভাবে হলে শিক্ষার্থীরা
সর্বশেষ ২০১৭ সালের জুলাইয়ে আসন বরাদ্দ দেয়া হয়। এরপর হলগুলোতে একচ্ছত্র আধিপত্য ছিল নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের। ফলে হলে উঠতে শিক্ষার্থীদের বাধ্যতামূলক ছাত্রলীগ করতে হতো। তবে জুলাই বিপ্লবের পর নতুন প্রশাসন ৭ বছর পর গত অক্টোবরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলে আসন বরাদ্দ দেয়। ফলে মেধার ভিত্তিতে বৈধ প্রক্রিয়ায় হলে উঠতে পারেন শিক্ষার্থীরা।

মাদক নিয়ন্ত্রণে ডোপটেস্ট চালু 
বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরে মাদক নিয়ন্ত্রণের জন্য ডোপ টেস্ট বাধ্যতামূলক করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। প্রাথমিক পর্যায়ে আবাসিক হলের শিক্ষার্থীদের এ ডোপটেস্ট করা হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সবাইকে এর আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে চবি প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে চালু হয়েছে ডোপটেস্ট। এর ফলে বাহিরের তুলনায় অর্ধেকেরও কমে ডোপটেস্ট করতে পারবে শিক্ষার্থীরা।

চবিতে ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিস 
বর্তমান প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের সনদ সংগ্রহ ও সংশোধনের প্রক্রিয়া সহজ করতে ই-মেইলিং সার্টিফিকেশন সার্ভিস চালু করা হয়েছে। এই পদ্ধতিতে জরুরি ভিত্তিতে তিন দিন ও নিয়মিতভাবে ১ সপ্তাহের মধ্যে মিলবে সার্টিফিকেট। এতে শিক্ষার্থীদের ভোগান্তি কমে আসবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অনলাইন ব্যাংকিংয়ের যুগে প্রবেশ
দীর্ঘ ভোগান্তির পর গত ৬ নভেম্বর অনলাইন ব্যাংকিং সেবা চালু করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে দিয়ে শিক্ষার্থীরা এখন থেকে তাদের যাবতীয় ফি অনলাইনে পরিশোধের সুবিধা পাবে। এখন থেকে গরমে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হবেনা শিক্ষার্থীদের।

শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি

দীর্ঘদিন পর নভেম্বরের শুরুতে শিক্ষার্থীদের প্রধান বাহন শাটল ট্রেনের শিডিউল বৃদ্ধি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃদ্ধি শিডিউলের ফলে ৭ থেকে ৮ হাজার শিক্ষার্থী নতুন করে পরিবহন সুবিধা পাচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা।

খাবারের মূল্য তালিকা ও যানবাহনের ভাড়া নির্ধারণ 

১ ডিসেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে খাবার হোটেল, ক্যাফেটেরিয়ার খাবার মূল্য নির্ধারণ করে প্রশাসন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মধ্যে চালিত রিকশা, সিএনজির ভাড়া নির্ধারণ করে দেয় কর্তৃপক্ষ। 

দ্রুতযান সার্ভিস চালু

বিশ্ববিদ্যালয় থেকে ক্যাম্পাস ২২ কিলোমিটার দূরে হওয়ার অনেকসময় শিক্ষার্থীদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়। শিক্ষার্থীদের যাতায়াত সুবিধা নিশ্চিত করতে শাটল ট্রেনের পাশাপাশি চালু হয় 'দ্রুতযান স্পেশাল সার্ভিস'। এর ফলে ক্যাম্পাস থেকে চট্টগ্রাম শহরে মাত্র ৩০ টাকায় যাতায়াত করতে পারবে শিক্ষার্থীরা।

নতুন বছরে চাকসু নির্বাচনের আশা

সর্বশেষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (চাকসু) ষষ্ঠ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল প্রায় তিন যুগ আগে ১৯৯০ সালে। নির্বাচনের প্রায় ১১ মাস পর ছাত্রনেতা ফারুকুজ্জামান হত্যার শিকার হলে তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকসু বন্ধ করে দেয়। এরপর ৩৪ বছর পেরিয়ে গেলেও আর ছাত্রসংসদ নির্বাচন দেখেনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে, নতুন প্রশাসন দায়িত্ব নেওয়ার পর নির্বাচন নিয়ে আশার সঞ্চার হয়েছে। বিষয়টি নিয়ে ছাত্র সংগঠনগুলোর সঙ্গেও আলোচনায় বসার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী পর্ষদ সিন্ডিকেটে চাকসু নির্বাচনের বিষয়টি আলোচিত হবে। সিন্ডিকেট সদস্যদের মতামতের ভিত্তিতে নির্বাচনের প্রক্রিয়া শুরু করবে প্রশাসন।

যেমন বিশ্ববিদ্যালয়ের প্রত্যাশা শিক্ষার্থীদের

শিক্ষার্থীদের মতামত, বিশ্ববিদ্যালয়ে সকল ধরনের লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। ছাত্র রাজনীতি হবে চাকসু কেন্দ্রীক। বিশ্ববিদ্যালয় হবে জ্ঞানের ভান্ডার। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা গবেষণা, সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিবে, যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে। গবেষণার জন্য থাকবে উন্নত ল্যাবরেটরি, পর্যাপ্ত তহবিল এবং আন্তর্জাতিক মানের সুযোগ-সুবিধা। ক্যাম্পাস হবে পরিষ্কার-পরিচ্ছন্ন, সবুজে ঘেরা এবং পরিবেশবান্ধব। নিরাপত্তার জন্য থাকবে আধুনিক নিরাপত্তা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের জন্য থাকবে পর্যাপ্ত সুযোগ-সুবিধা। সর্বোপরি, একটি বৈষম্যবিহীন, দুর্নীতিমুক্ত, নিরাপদ ও শিক্ষার মানে এগিয়ে থাকা ক্যাম্পাসই প্রত্যাশা শিক্ষার্থীদের। 


সর্বশেষ সংবাদ