৮৩ দিন পর ক্লাসে ফিরল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়
ঢাকা বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

শিক্ষকদের পেনশন আন্দোলন ও ছাত্র-জনতার আন্দোলনের মুখে দীর্ঘ ৮৩ দিন পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্লাস শুরু হয়েছে। গত ১২ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ক্লাস শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগ সরকারের পতনসহ ছাত্র-জনতার আন্দোলনকে কেন্দ্র করে অনেক ঘটনাপ্রবাহের পর বিশ্ববিদ্যালয়ের ক্লাসে ফিরল শিক্ষার্থীরা।

জানা গেছে, রোববার সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ক্লাস শুরু হয়েছে। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতিও রয়েছে। সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী, আজ ২২ সেপ্টেম্বর থেকে প্রথম বর্ষ ছাড়া অন্য সব বর্ষের ক্লাস শুরু হয়েছে।

যদিও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের প্রথম বর্ষের ক্লাস ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হবে। শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে আন্তব্যক্তিক সম্পর্ক উন্নয়ন এবং দ্বন্দ্ব নিরসনের লক্ষ্যে বিভাগ, ইনস্টিটিউট, অনুষদ ও কেন্দ্রীয় পর্যায়ে ইতিমধ্যে গৃহীত প্রস্তাবগুলো বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবির আন্দোলন এবং শিক্ষকদের সর্বজনীন পেনশন কাঠামোর একটি স্কিম নিয়ে ডাকা কর্মসূচির কারণে কার্যত গত ১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম প্রায় বন্ধ ছিল। যদিও আনুষ্ঠানিকভাবে ১৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছিল।

আরো পড়ুন: ভিসি নিয়োগের দাবীতে তৃতীয় দিনের মতো উত্তাল ইবি ক্যাম্পাস

এরপর সরকার পতনের দাবিতে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান শুরু হয়। গণ-অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। এরপর গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। একপর্যায়ে আগের উপাচার্য পদত্যাগ করেন। পরে নতুন উপাচার্য নিয়োগ হয়। দুজন সহ–উপাচার্যও নিয়োগ হয়েছে। এখন বিশ্ববিদ্যালয় খুলল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence