ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের নবীনদের বরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ আগস্ট ২০২৩, ১২:০৩ PM , আপডেট: ২৯ আগস্ট ২০২৩, ১২:৩০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ২০২২-২৩ শিক্ষাবর্ষের ১ম বর্ষ শিক্ষার্থীদের নবীন বরণ করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়েল অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আতিউর রহমান অনুষ্ঠানে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।
বিভাগীয় চেয়ারপার্সন শাহারিয়া আফরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।