৫৩০ শিক্ষার্থী পেলেন ঢাবি অ্যালামনাইয়ের বৃত্তি

৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি অ্যালামনাই 
৫৩০ শিক্ষার্থীকে বৃত্তি দিল ঢাবি অ্যালামনাই   © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৯-২০ ও ২০২০-২১ শিক্ষাবর্ষের ৫৩০ জন অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেছে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন। মঙ্গলবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়।

সংগঠনের সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরীর (পারভেজ) সভাপতিত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও সমাজ পরিবর্তনে শিক্ষার্থী শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ।

আরও পড়ুন: ঢাবি ছাত্রীদের মুখ-কান খোলার নির্দেশনা কেন অবৈধ নয়: হাইকোর্ট

এছাড়া উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সংগঠনটির মহাসচিব মোল্লা মোহাম্মদ আবু কাউসারসহ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে তার ইতিহাস ঐতিহ্যের সাথে তাল মিলিয়ে আরো অনেক দূর এগিয়ে যেতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েনশন যে উদ্যোগ নিয়েছে তা বিশ্ববিদ্যালয়ের এগিয়ে চলার পথকে আরো মসৃণ করবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence