জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভা শেষ, যে সিদ্ধান্ত হল

জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভা শেষ
জাবির ভর্তি পরীক্ষা নিয়ে সভা শেষ  © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৃহস্পতিবার (১৬ মার্চ) বেলা ১২ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষা নিয়ে প্রথমবারের মতো এ সভা।

ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসান বলেন, ভর্তি পরীক্ষায় আবদনের যোগ্যতা, আসন সংখ্যা, শিফট পদ্ধতি সহ ভর্তি কার্যক্রমের অনেক বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হয়েছে। উপাচার্য সহ সবাই সবার মতামত ব্যক্ত করেছেন। 

কিন্তু বিষয়গুলো আলাপ-আলোচনা পর্যন্তই আছে। এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কারণ মতামত গুলো কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়ে অনুমোদিত হতে হবে। 

আরও পড়ুন: রাবিতে ভর্তির প্রাথমিক আবেদনের নিয়ম জেনে নিন

তাই এসব বিষয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিংয়েই সিদ্ধান্ত নেওয়া হবে। আর কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির মিটিং সামনের সপ্তাহে হবে।

কারন এ সপ্তাহে বিশ্ববিদ্যালয়ে ১৭ মার্চ সহ কিছু প্রোগ্রাম রয়েছে।


সর্বশেষ সংবাদ