আর্জেন্টিনার পেজে রাবির প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২২, ০৪:১২ PM , আপডেট: ১১ ডিসেম্বর ২০২২, ০৪:৫০ PM
‘ভালোবাসার বদলে ভালোবাসা’ নীতিতে এবার আর্জেন্টিনার অফিসিয়াল পেজে স্থান করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ফুটবলপ্রেমীদের আনন্দ মিছিলের ছবি। বাংলাদেশের মানুষদের আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি আবেগ, ভালোবাসার খবর পৌঁছে গেছে লাতিন আমেরিকা অঞ্চলের দেশটিতে। বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আর্জেন্টিনা সমর্থকদের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে দলটির অফিসিয়াল পেজ।
শনিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১টায় আর্জেন্টিনার অফিসিয়াল পেজে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ছবি পোস্ট করা হয়।
ছবি প্রকাশের পর থেকেই বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠতে দেখা যায়। অনেকেই বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পরিবার গ্রুপ ও নিজস্ব টাইমলাইনে এ ছবি শেয়ার করে তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ জানাচ্ছেন।
আরও পড়ুন: শীত-পিঠা উৎসবে মেতেছেন রাবি শিক্ষার্থীরা
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মাজিদুল ইসলাম বলেন, আর্জেন্টিনার অফিশিয়াল পেজে আমাদের রাবির প্যারিস রোডের আনন্দ মিছিলের ছবি প্রকাশ করেছে। দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেলো। আমাদের পরিপূর্ণ আত্মবিশ্বাস আছে, এবারের বিশ্বকাপ মেসির হাতেই উঠবে। আর্জেন্টিনার জয়ে পুরো বিশ্ব জয়গানে মেতে উঠবে বলে প্রত্যাশা এ ফুটবল ভক্তের।
বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক মাসুদ রানা বলেন, খুবই ভালো লাগছে আর্জেন্টিনার অফিসিয়াল পেজে আমাদের রাবির ছবি জায়গা পেয়েছে। দলের প্রতি বিশ্বাস আরও বেড়ে গেলো। আর্জেন্টিনা দেশ আগে না জানলেও এখন ভালো করে জানে বাংলাদেশে তাদের কত সাপোর্টার আছে। তাদের পেজে আমাদের রাবির ছবি আপলোড করে বিশ্বকে জানান দেওয়ার জন্য দলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেলো বলে জানান এ শিক্ষার্থী।