ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবসে ঢাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি

ঢাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি
ঢাবি ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলি  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস স্মরণে জগন্নাথ হলের অক্টোবর ভবন প্রাঙ্গনে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ঢাবি ছাত্রলীগ।

শনিবার (১৫ ই অক্টোবর) সকালে এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। 

এছাড়া, বিভিন্ন হলের ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

১৯৮৫ সালের ১৫ অক্টোবর রাতে ঢাবির জগন্নাথ হলের ছাদ ধ্বসে পড়ে ছাত্রদের উপর। পরের দিন দুর্গাপূজার ছুটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাড়ি যাওয়ার প্রস্ততি নিচ্ছিল। কিন্তু ছাদ ধ্বসের কারণে মুহূর্তেই ঝরে যায় ৩৯টি তাজা প্রাণ। আহত হন ৩০০ জনের বেশি। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংঘটিত মর্মান্তিক দুর্ঘটনায় যে সব ছাত্র, কর্মচারী ও অতিথি নিহত হয়েছেন তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হয়। 

আরও পড়ুন: ১৯৮৫ সালের এই দিনে ঢাবিতে প্রাণ হারান ৩৯ জন

প্রসঙ্গত, ১৯২১ সালে নির্মিত জগন্নাথ হলের ওই ভবনটি ভেঙে পড়ার আগে মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছিল। কিন্তু স্বাধীনতার ১৫ বছর পরেও সেখানে কোন সংস্কার না হওয়ায় তা কেড়ে নেয় বহু তাজা প্রাণ।


সর্বশেষ সংবাদ