প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উদ্যোগ
রাবিতে চালু হচ্ছে আরও ৪ মাস্টার্স প্রোগ্রাম
- রাবি প্রতিনিধি
- প্রকাশ: ০৬ অক্টোবর ২০২২, ১২:৪৯ PM , আপডেট: ০৬ অক্টোবর ২০২২, ০৩:৩৫ PM
চতুর্থ শিল্প বিপ্লবের যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নতুন করে আরও চারটি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রক্রিয়া শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)। এ তথ্য জানিয়েছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।
বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের তত্ত্বাবধানে খুব শীগ্রই এসব মাস্টার্স প্রোগ্রামের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়েছে। সাইবার সিকিউরিটি, রোবটিক্স এণ্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্টারনেট অফ থিঙ্কস এবং ডাটা সাইন্স প্রোগ্রাম নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর প্রক্রিয়া শুরু করবে রাবি। বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন চারটি বিষয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর ফলে প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীরা জনসম্পদে পরিণত হবে।
আরও পড়ুন: ফুল ফ্রি স্কলারশিপে স্নাতক করুন সৌদি আরবে
রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার জানিয়েছেন, যুগের সাথে তাল মিলিয়ে দক্ষ জনসম্পদ তৈরি করাই বিশ্ববিদ্যালয়ের কাজ। সেই লক্ষ্য বাস্তবায়নে আমাদের বিশ্ববিদ্যালয়েও চালু হচ্ছে নতুন চারটি মাস্টার্স প্রোগ্রাম। যেখানে শিক্ষার্থীরা নিজেদেরকে প্রযুক্তিগতভাবে দক্ষ করে গড়ে তুলতে সক্ষম হবে। ফলে দেশ ও জাতি দক্ষ জনসম্পদ পাবে বলে আশা তার।
প্রসঙ্গত, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১২টি অনুষদের অন্তর্গত বিভাগ রয়েছে ৫৯টি। এরমধ্যে বিভাগে মাস্টার্স প্রোগ্রাম চালু আছে ৫৬টি।