ভর্তি পরীক্ষা একবারের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়

প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর
প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর  © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর বলেছেন, বিভিন্ন দেশে শিক্ষার্থীদের দুই থেকে তিনবার ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়। সেখানে আমাদের দেশে শিক্ষার্থীদের একবার ভর্তি পরীক্ষা দেয়ার মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়।

বৃহস্পতিবার (২১ জুলাই) শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে এ মন্তব্য করেন তিনি।

এর আগে গতকাল বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, আমরা জীবনব্যাপী শিক্ষার কথা বলছি আবার শিক্ষার্থীদের সামনে দেয়াল তুলে দিচ্ছি। শিক্ষার্থীরা কেন একবার ভর্তি পরীক্ষার সুযোগ পাবে? ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার সুযোগ না থাকা অযৌক্তিক। আমরা এটা ভুলে যাই যে, যারা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে তারা নিজেদের মেধার মাধ্যমেই সুযোগ পাচ্ছে। তাহলে একবারের বেশি কেন সে ভর্তি পরীক্ষার সুযোগ পাবে না?

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে ভর্তি পদ্ধতি নিয়ে শিক্ষামন্ত্রীর তিন আক্ষেপ

এ বিষয়ে জানতে চাইলে ইউজিসি সদস্য অধ্যাপক আলমগীর বলেন, শিক্ষামন্ত্রীর বক্তব্যের সাথে আমি পুরোপুরি একমত পোষণ করছি। আমাদের এ বিষয়ে কাজ করার সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েটসহ বেশ কিছু বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একবার ভর্তি পরীক্ষার সুযোগ দিচ্ছে। আবার আমাদের দেশেরই অনেক বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রয়েছে।

তিনি আরও বলেন, ভারতসহ বিভিন্ন দেশে শিক্ষার্থীদের একাধিকবার ভর্তি পরীক্ষার সুযোগ দেওয়া হয়। ফলে শিক্ষামন্ত্রীর কথায় যে উৎকণ্ঠা প্রকাশ পেয়েছে সেটি যথার্থ। তবে এটি কীভাবে বাস্তবায়ন করা যায় আমাদের সে বিষয়ে কাজ করতে হবে।


সর্বশেষ সংবাদ