গবেষণাকর্মে সহায়তায় শিক্ষকদের নিকট থেকে দরখাস্ত আহবান ইউজিসির

ইউজিসি
ইউজিসি  © সংগৃহীত

২০২২-২০২৩ অর্থবছরে মৌলিক গবেষণাকর্মে সহায়তা দানের জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে দরখাস্ত আহবান করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। আগ্রহীদের কমিশনের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।

যেসব নির্দেশনা মানতে হবে: 

(ক) আবেদনকারীকে অবশ্যই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে হবে;

(খ) পিএইচডি ডিগ্রিধারী প্রভাষক এবং সহকারী অধ্যাপক থেকে অধ্যাপকগণ আবেদন করতে পারবেন;

(গ) বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে বর্তমানে কোনো প্রকল্প চলমান থাকলে তা সমাপ্ত না হওয়া পর্যন্ত আবেদন করার সুযোগ নেই;

(ঘ) একই প্রকল্প প্রস্তাব একাধিক ক্যাটাগরিতে দাখিল করা যাবে না;

(ঙ) গবেষণা অনুদানের অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কিত বিভিন্ন কার্যক্রমের বিষয়ে কমিশন কর্তৃক আরোপিত সকল শর্ত ও নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে;

(চ) আবেদনকারীকে আবশ্যিকভাবে নির্ধারিত ফরম পূরণপূর্বক তাঁর সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত, বিগত ০৫ (পাঁচ) বছরে সম্পাদিত গবেষণা প্রকল্প/প্রকাশনার তালিকা এবং আবেদনকৃত গবেষণা প্রকল্পের (i) Title (ii) Rationale / Statement of the Problem (iii) Research Gap (iv) Relevance to National Interest (v) Objectives (vi) Methodology (vii) Expected Outcomes এবং (viii) Policy Implications উল্লেখপূর্বক অনধিক ৫০০ শব্দের মধ্যে প্রকল্প সারসংক্ষেপ স্ব-স্ব বিশ্ববিদ্যালয়ের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্লেগারিজম চেকিং (Plagiarism Checking) সার্টিফিকেটসহ (যদি থাকে) প্রকল্প প্রস্তাবনার সাথে জমা দিতে হবে;

(ছ) কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা/প্রশাসন শাখার জন্য প্রকল্প প্রতি বাজেট ২,৬০,০০০/- (দুই লক্ষ ষাট হাজার) টাকা এবং বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য প্রকল্প প্রতি বাজেট ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে;

দরখাস্ত জমাদানের নিয়ম: প্রকল্প প্রস্তাবের ৪ (চার) কপির (হার্ড কপি) মধ্যে প্রকল্প পরিচালক এবং বিশ্ববিদ্যালয়ের নাম ও ঠিকানা ব্যতীত ০৩ (তিন কপি) এবং ০১ (এক) কপি বিভাগীয় প্রধান/ইনস্টিটিউট প্রধান/অনুষদের ডিন দ্বারা অনুস্বাক্ষরিত হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেল/কেন্দ্রের অগ্রায়ণসহ (প্রযোজ্য ক্ষেত্রে) রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ ঠিকানায় প্রেরণ করতে হবে;

উল্লেখ্য প্রকল্প প্রস্তাবের সফট কপি মাইক্রোসফট অফিস ওয়ার্ড (Microsoft Office Word) ফরমেটে সংশ্লিষ্ট ক্যাটাগরি অনুযায়ী নিম্নলিখিত ই-মেইল ঠিকানায় প্রেরণ করতে হবে।

দরখাস্ত জমাদানের শেষ তারিখ: ২৫ মে ২০২৩

বিস্তারিত দেখুন...


সর্বশেষ সংবাদ