৬ দফা দাবি আদায়ে ফেনীতে পলিটেকনিক শিক্ষার্থীদের শাটডাউন

ছয় দফা দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি
ছয় দফা দাবি আদায়ে পলিটেকনিক শিক্ষার্থীদের ‘শাটডাউন’ কর্মসূচি  © টিডিসি ফটো

ছয় দফা দাবি আদায়ে সারা দেশের ন্যায় শাটডাউন কর্মসূচি শুরু করেছে ফেনীর সরকারি-বেসরকারি বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) কর্মসূচিতে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, ফেনী কম্পিউটার ইনস্টিটিউট, কম্পিউটার ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি, কম্পেক্ট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, দীর্ঘ কয়েক মাস ধরে আমরা আমাদের যৌক্তিক ছয় দফা দাবির পক্ষে আন্দোলন চালিয়ে আসছি। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও বাস্তবে এখনো আমাদের কোনো দাবি পূরণ হয়নি। আমরা মনে করি, এসব দাবি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। তারা আরও বলেন, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা পেছনে সরে আসছি না। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যতদিন পর্যন্ত আমাদের ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের চলমান শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে

ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী কামরুল ইসলাম রাহিম বলেন, ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে রূপরেখা প্রণয়ন না হওয়া পর্যন্ত আজ থেকে সারা দেশের সকল পলিটেকনিক ইনস্টিটিউটে একযোগে ‘শাটডাউন কর্মসূচি’তে পূর্ণ সমর্থন জানিয়ে ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটেও এই কর্মসূচি পালন করেছি। আমাদের যৌক্তিক ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব।

ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের শিক্ষার্থী সাইদুর রহমান বলেন, আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি, কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ দেখতে পাচ্ছি না। শুধু আশ্বাসে আমাদের ভবিষ্যৎ গড়ে উঠবে না। আমরা চাই, আমাদের শিক্ষা ও কারিগরি উন্নয়নের স্বার্থে দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা হোক।

শিক্ষার্থীদের ছয় দফা দাবিগুলো হলো- জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি কোটা বাতিল করতে হবে। এ ছাড়া জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদবি পরিবর্তন, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের চাকরিচ্যুত, ২০২১ সালে নিয়োগ পাওয়া ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগবিধি অবিলম্বে সংশোধন করতে হবে।

এদিকে, শিক্ষার্থীদের ছয় দফা দাবি বাস্তবায়নের রূপরেখা প্রণয়নে ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এ কমিটির মোট সদস্য আটজন। গত মঙ্গলবার (২২ এপ্রিল) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, এ কমিটি তিন সপ্তাহের মধ্যে ছয় দফা দাবি বাস্তবায়ন রূপরেখার একটি প্রতিবেদন দাখিল করবে। 

প্রসঙ্গত, পলিটেকনিক ইনস্টিটিউটের ক্রাফট ইন্সট্রাক্টররা জুনিয়র ইন্সট্রাক্টর পদে প্রমোশনের জন্য আদালতে মামলা করলে সোমবার (১৮ মার্চ) আদালত তাদের পক্ষে রায় দেন। আর এই রায় প্রত্যাখান করাসহ ৬ দফা দাবিতে সারাদেশের পলিটেকনিক শিক্ষার্থীরা বিভিন্ন সময়ে নানা কর্মসূচি পালন করে।


সর্বশেষ সংবাদ