কৃষিগুচ্ছে আবেদনে এগিয়ে নারীরা, সকল প্রস্তুতি সম্পন্ন বাকৃবির

সংবাদ সম্মেলন
সংবাদ সম্মেলন  © সংগৃহীত

কৃষিবিজ্ঞান বিষয়ে ডিগ্রী প্রদানকারী দেশের ৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা আগামী শনিবার (১২ এপ্রিল) বিকেল ৩টা থেকে ৪টায় অনুষ্ঠিত হবে। এবারের কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষায় আবেদনে এগিয়ে রয়েছে নারীরা। সর্বমোট ৩৮৬৩টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৯৪ হাজার ২০ জন। যেখানে ৪৭ হাজার ৮৮ জন ছাত্রী এবং ৪৬ হাজার ৯৩২ জন ছাত্র।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বাকৃবির রেজিস্ট্রার কার্যালয়ের সভা কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য ও বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। তাছাড়া এবারের কৃষিগুচ্ছের নেতৃত্ব থাকা বাকৃবি কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন অধ্যাপক।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাকৃবির রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব ড. মো. হেলাল উদ্দীন, বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. সারওয়ার জাহান।

বাকৃবিতে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, বাকৃবিতে অভিভাবকদের সাময়িক বিশ্রামের জন্য বাকৃবির শিল্পাচার্য জয়নুল আবেদিন মিলনায়তন এবং কেন্দ্রীয় মসজিদ উন্মুক্ত থাকবে। এছাড়া জেলা পুলিশ, ট্রাফিক পুলিশ, বাকৃবির প্রক্টরিয়াল টিম, রোভার স্কাউট, বিএনসিসি আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত থাকবে। 

সংবাদ সম্মেলনে ছাত্র বিষয়ক উপদেষ্টা আরো জানান, সারাদেশে একযোগে নয়টি কেন্দ্র ও ১৩টি উপকেন্দ্রসহ মোট ২২টি কেন্দ্রে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদের মধ্যে- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে ১২ হাজার ৬৬৫টি আসন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮ হাজারটি আসন, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭ হাজার ৩শ ২৬টি আসন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২৭ হাজার ৩শ ২৯টি আসন, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজারটি আসন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২ হাজারটি আসন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪ হাজার ৩শ ৬৯টি আসন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ২ হাজারটি আসন, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭শ ৫০টি আসন, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪শটি আসনের ব্যবস্থা করা হয়েছে।

পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করার সময়সীমা সম্পর্কে তিনি বলেন, গত ১৬ মার্চ আবেদনের সময়সীমা শেষ হলে আজ পর্যন্ত ৮৮ হাজার ৮শ ৮৫ জন প্রবেশপত্র ডাউনলোড করেছেন এবং পরীক্ষা শুরু হবার আগ পর্যন্ত প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সময়সীমা সম্পর্কে অধ্যাপক বলেন, আগামী ১৫ এপ্রিল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা করা হয়েছে। তবে এই তারিখ সর্বোচ্চ ১৭ এপ্রিল পর্যন্ত বর্ধিত হতে পারে জানিয়েছেন তিনি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence