ছাত্রীকে যৌন হয়রানি, চবি ছাত্রলীগ সভাপতিকে শোকজ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২০ জুলাই ২০২২, ১০:২১ AM , আপডেট: ২০ জুলাই ২০২২, ১০:২৭ AM
শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। তবে ঠিক কোন অপরাধে তাকে এ শোকজ নোটিশ দেয়া হয় সে বিষয়ে স্পষ্ট কোন ইঙ্গিত পাওয়া যায়নি।
মঙ্গলবার (১৯ জুলাই) রাতে কেন্দীয় ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে রেজাউল হক রুবেল (সভাপতি, বাংলাদেশ ছাত্রলীগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা) আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার উপযুক্ত কারণ সহ লিখিত জবাব আগামী ৩ কার্যদিবসের মধ্যে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দেয়ার জন্য নির্দেশ প্রদান করা হলো।’
তবে চবি শাখা ছাত্রলীগের একটি সূত্র জানিয়েছে, গত সোমবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মুঠোফোন ছিনতাইয়ের অভিযোগ ওঠে। পরে ওই ছাত্রী প্রক্টর বরাবর অভিযোগ দিতে গেলে চবি ছাত্রলীগ সভাপতি রেজাউল হক রুবেল সম্মানহানির দোহাই দিয়ে অভিযোগ জমা দিতে বাধা দেন। ধারণা করা হচ্ছে, এ কারণেই কেন্দ্রীয় ছাত্রলীগ তাকে শোকজ নোটিশ দিল।
শোকজের বিষয়ে চবি শাখা ছাত্রলীহের সভাপতি রেজাউল হক রুবেল, শোকজ করেছে। এটা তো দৃশ্যমান, সবাই দেখছে। তবে শোকজ কেন করছে সেটা আসলে আমি জানি না। আসি ঢাকায় যাব, তারপর জেনে জানানো যাবে।