ছাত্রদল নেত্রী মানসুরার নামে ভুয়া আইডি, করা হলো ভেরিফাইডও

ছাত্রদল নেত্রী মানসুরা আলমের নামে ভুয়া ফেসবুক আইডি
ছাত্রদল নেত্রী মানসুরা আলমের নামে ভুয়া ফেসবুক আইডি  © সংগৃহীত

কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলমের নামে একটি ভুয়া ফেসবুক আইডি তৈরি করে সেটিকে ভেরিফায়েড করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিজেই প্রকাশ্যে এনেছেন মানসুরা আলম। শুক্রবার (২৫ এপ্রিল) রাতে নিজের প্রকৃত ফেসবুক আইডি থেকে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

মানসুরা লিখেছেন, "একজন মানুষের পেছনে পুরো রাষ্ট্রীয় শক্তি দিয়ে লাগা যায়, তার নমুনা দেখেন। আমার নামে আইডি খুলে সেটা ভেরিফাইও করে ফেলেছে এরা। আমি মানসুরা আলম, আমার একমাত্র ফেসবুক আইডি এইটি, যা আমি ১৫ বছর ধরে ব্যবহার করছি। আইডি লিংকটি কমেন্টে। আপনারা প্লিজ রিপোর্ট করুন সবাই।"

মানসুরার পোস্টে উল্লেখ করা হয়, তিনি দীর্ঘদিন ধরে একটি মাত্র ফেসবুক আইডি ব্যবহার করছেন, যেটির মাধ্যমে তিনি নিয়মিত মতামত প্রকাশ করেন ও রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকেন। অথচ এখন সেই পরিচয়কে আড়াল করে একই নামে নতুন একটি আইডি চালু করা হয়েছে, যা বিভ্রান্তি ছড়াতে পারে।

এ বিষয়ে এখন মানসুরা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, নব্য উঠতি কিছু গোষ্ঠী আমার বিরুদ্ধে অপপ্রচারের উদ্দেশ্যে এ ধরণের কাজ করছে। তারা আওয়ামী লীগ স্টাইলে প্রপাগান্ডা ছড়াচ্ছে। আমি ইতিমধ্যে ফেসবুকে এ আইডির বিরুদ্ধে রিপোর্ট দিয়েছি; আগামীকাল থানায় জিডি করবো।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!