ঢাবিতে পথশিশুদের মাঝে ছাত্রদল নেতার ঈদ উপহার বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৯ মার্চ ২০২৫, ০১:৪৭ AM , আপডেট: ২৯ মার্চ ২০২৫, ০২:০০ AM

ঈদের আনন্দ যেন সবার জন্য হয়—এই লক্ষ্য নিয়ে পথশিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহম্মেদ। আজ শুক্রবার (২৮ মার্চ) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সলিমুল্লাহ মুসলিম হল গেটের সামনে পথশিশুদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।
এই আয়োজনে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতারা অংশ নেন। পথশিশুদের হাতে নতুন পোশাক ও খাবারের প্যাকেট তুলে দিতে দেখা যায় ছাত্রদলের নেতাকর্মীদের।
রাজু আহম্মেদ বলেন, রমজান সংযম ও সহমর্মিতার মাস। ছাত্রদলের নেতাকর্মীরা শুরু থেকেই সাধারণ মানুষের পাশে আছে। ঈদ মানেই আনন্দ, কিন্তু সমাজের একটি বড় অংশ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। দরিদ্র ও অসহায় শিশুদের মুখে হাসি ফোটানোই আমাদের মূল লক্ষ্য। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় জনগণের পাশে থাকবে, তাদের জন্য কাজ করবে।
তিনি বলেন, মহান মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর মুক্তিযোদ্ধাদের স্মরণ করছি। একইসঙ্গে নব্বইয়ের গণআন্দোলন ও সাম্প্রতিক গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি।
রাজু আহম্মেদ জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্রদল একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায্যতার ভিত্তিতে জনকল্যাণমুখী বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে। সমাজের বঞ্চিতদের পাশে দাঁড়ানো ও তাদের সাথে আনন্দ ভাগ করে নেওয়া এই পথচলারই একটি অংশ।