ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগ-অছাত্র, ‘পকেট কমিটি’ দাবি করে বিক্ষোভ
- নোয়াখালী প্রতিনিধি
- প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৬ PM , আপডেট: ২৪ মার্চ ২০২৫, ০৬:৫৬ PM

দীর্ঘদিন পর নোয়াখালী জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তবে ঘোষিত কমিটি নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। অভিযোগ উঠেছে, ঘোষিত কমিটিতে জায়গা পেয়েছেন অছাত্র, বিবাহিত, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অনুপ্রবেশকারীরা। দলের দুঃসময়ে নেতৃত্ব দেওয়া এবং কারাবরণ করা ত্যাগী নেতাকর্মীদের উপেক্ষা করে এমন কমিটি ঘোষণার ঘটনায় তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে সংগঠনের ভেতরে।
গতকাল রোববার (২৩ মার্চ) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নোয়াখালী জেলার বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নতুন কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। কিন্তু ঘোষণার পরপরই ছাত্রদলের একাংশের পক্ষ থেকে অভিযোগ আসে, এসব কমিটি গঠনে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অছাত্র ও অনুপ্রবেশকারীদের জায়গা দেওয়া হয়েছে।
এ ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা আজ মঙ্গলবার (২৪ মার্চ) দিনব্যাপী নোয়াখালী সরকারি কলেজ, কোম্পানীগঞ্জের সরকারি মুজিব কলেজ ও বামনি ডিগ্রি কলেজসহ কয়েকটি প্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশ করেন। এসব সমাবেশ থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হয় এবং তার কুশপুত্তলি দাহ করে বিক্ষোভ জানানো হয়।
নোয়াখালী সরকারি কলেজের এক ছাত্রদল নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, দীর্ঘদিন ধরে সংগঠনের জন্য আন্দোলন-সংগ্রাম করে আসা নেতাকর্মীরা পদবঞ্চিত হয়েছেন। অথচ সাফরাতুল ইসলাম নাবিল নামের এক শিক্ষার্থী, যিনি অতীতে দলের সাংগঠনিক কোনো কার্যক্রমে যুক্ত ছিলেন না, তাঁকে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক করা হয়েছে। যাচাই-বাছাই ছাড়া এভাবে কমিটি ঘোষণা করলে ভবিষ্যতে সংগঠনের নেতৃত্ব সংকট তৈরি হবে।
সরকারি মুজিব কলেজ ও বামনি ডিগ্রি কলেজ ছাত্রদলের শতাধিক নেতাকর্মী সকালে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে নবগঠিত কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করেন। তারা অভিযোগ করেন, জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের উপেক্ষা করে ছাত্রদলের কমিটি দেওয়া হয়েছে, যেখানে অছাত্র, হাইব্রিড ও ছাত্রলীগের নেতাকর্মীদের স্থান দেওয়া হয়েছে।
বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেওয়া তানভীর হোসেন ফুয়াদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বসুরহাট সরকারি মুজিব কলেজের কমিটিতে জহিরুল হক সাইমুনকে সভাপতি এবং অরুপ মজুমদারকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি মুজিব কলেজ শাখার কমিটি ঘোষণা করা হয়। এটি একতরফা কমিটি হয়েছে। অছাত্র, বিবাহিত ও সাবেক ছাত্রলীগকর্মী দিয়ে কমিটি গঠনের ফলে নোয়াখালীর সুবর্ণচরের সন্তান কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের সাধারন সম্পাদক জাহেদুর রহমান রাজন দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, গতকাল (২৩শে মার্চ) দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এই কমিটির অনুমোদন দেন। একই সঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে কমিটি পুর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়। কমিটি দেখে সাবেক ছাত্রনেতা হিসেবে খুব কষ্ট পেয়েছি। অছাত্র, বিবাহিত, ছাত্রলীগ ছাড়া কি কমিটি দেওয়া যেত না? যোগ্য মানুষের কি এতই অভাব? আমরা চাই যোগ্য নেতৃত্ব আসুক আর পকেট কমিটি না আসুক।
তবে নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলোর দাবি, নোয়াখালীতে শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের দেওয়া কমিটি দেওয়ায় দলীয় নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চার হয়েছে। তবে কিছু জায়গায় কমিটি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও বক্তব্য পাওয়া যায়নি।