নতুন ছাত্রসংগঠনে ঢাবি পেল ৫ নেতা, জাবি থেকে একজন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ PM , আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৯ PM

আজ বুধবার ‘বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ’ নামে নতুন ছাত্রসংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। ছয় সদস্যের আহ্বায়ক কমিটি অধিকাংশই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। এদিকে নতুন এই সংগঠনে বৈষম্যের শিকার হয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এমন দাবিতে আজ বিকেলে ঢাবির মধুর ক্যান্টিনে বিক্ষোভ, হাতাহাতি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। এসময় অন্তত ১১ জন আহত হওয়ারও খবর পাওয়া গেছে।
নতুন এই ছাত্রসংগঠনের আহ্বায়ক করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু বাকের মজুমদারকে। তিনি বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন তিনি।
এছাড়া ছাত্রসংগঠন ‘গণতান্ত্রিক ছাত্রশক্তি’র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। গণ-অভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ছাত্রসংগঠনটির কার্যক্রম স্থগিত করা হয়।
‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’-এর কেন্দ্রীয় সদস্য সচিব করা হয়েছে জাহিদ আহসানকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনিও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সমন্বয়কের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দপ্তর সেলের সম্পাদক।
সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী তৌহিদ সিয়ামকে। সিনিয়র সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রিফাত রশীদ।
নতুন ছাত্রসংগঠনের কেন্দ্রীয় কমিটির মুখ্য সংগঠক করা হয়েছে তাহমিদ আল মুদাসসির চৌধুরীকে। আর মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন আশরেফা খাতুন। তারা দুজনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।