শ্বশুরবাড়ি থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১২ PM

ফেনীর পরশুরামে শ্বশুরবাড়িতে বেড়াতে এসে আবদুর রহমান পিংকু নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাতে পৌরশহরের উত্তর কোলাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার পিংকু গাজীপুরের টঙ্গী থানার ৫৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।
আরো পড়ুন: ঢাবিতে জুলাইয়ে লাঠি হাতে ছাত্রলীগের মিছিলে, জবিতে বিভাগীয় ব্যবস্থাপনায় দিচ্ছেন পরীক্ষা
বিষয়টি নিশ্চিত করে পরশুরাম মডেল থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম বলেন, কোলাপাড়া এলাকায় শ্বশুর শামসুদ্দিনের বাড়িতে আসেন পিংকু। এমন খবরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা রয়েছে।