জাকসু নির্বাচনে ভোট দিতে পারবেন না জুলাই হামলায় জড়িতরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ভবন  © ফাইল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানের শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ব্যক্তিদের নাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জাকসুর সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ জানুয়ারি অনুষ্ঠিত প্রশাসনিক সভার সিদ্ধান্ত অনুযায়ী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বর্তমানে অধ্যয়নরত এমফিল, পিএইচডি, উইকেন্ড ও ইভিনিং প্রোগ্রামের শিক্ষার্থী এবং বিভিন্ন ব্যাচের অনিয়মিত শিক্ষার্থীদের নাম জাকসুর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না।

এ ছাড়া বর্তমানে যেসব শিক্ষার্থী স্নাতক (সম্মান) শ্রেণিতে ৬ (৪+২) বছর ও স্নাতকোত্তর শ্রেণিতে ২ (১+১) বছর অধ্যয়নরত শুধু সেসব শিক্ষার্থীর নাম জাকসু ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৪ ও ১৫ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে শিক্ষার্থীদের ওপর হামলা, ১৫ জুলাই উপাচার্যের বাসভবন চত্বরে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি বর্ষণ এবং ১৭ জুলাই প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীদের ওপর হামলা ও ছররা গুলি করার ঘটনায় গঠিত কমিটির প্রতিবেদনে অভিযুক্ত শিক্ষার্থীদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তি স্থগিত থাকবে।

এর আগে, ৩১ ডিসেম্বর জাকসু নির্বাচন আয়োজনে পাঁচ সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচনের রোডম্যাপ প্রণয়ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোডম্যাপ অনুযায়ী, ১০ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ, ১৫ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ, ২৫ জানুয়ারি নির্বাচনী আচরণবিধি প্রণয়ন ও ১ ফেব্রুয়ারি তফসিল ঘোষণা।


সর্বশেষ সংবাদ