জুলাই আন্দোলনের শিক্ষার্থী বহিস্কার: ২ দাবিতে বিইউপিতে বিক্ষোভ

বিক্ষোভ করছেন বিইউপি শিক্ষার্থীরা
বিক্ষোভ করছেন বিইউপি শিক্ষার্থীরা   © টিডিসি ফটো

জুলাই আন্দোলনের দুই শিক্ষার্থীকে বহিষ্কার এবং ছয় শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রোফেশনালসের (বিইউপি) শিক্ষার্থীরা। আজ রবিবার (৫ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১২ বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালন করেন তারা।  

এ সময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দুই দফা দাবি পেশ করেন শিক্ষার্থীরা। দাবিগুলো হলো, অনতিবিলম্বে ১৮তম ব্যাচের শিক্ষার্থীর উপর অন্যায়ভাবে চাপিয়ে দেয়া সবধরনের শাস্তি প্রত্যাহার এবং ১৮ জুলাই পুলিশ-ছাত্রলীগ দ্বারা বিইউপি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার সঠিক তদন্ত সাপেক্ষে বিচার করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অংশ নিয়ে শিক্ষার্থীরা বলেন, বৈষমাবিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করার কারণে ১৬ জুলাই থেকেই শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাধা প্রদান করে আসছিল। সে সময় স্বৈরাচারের মদদপুষ্ট ভিসি, রেজিস্ট্রার ও হল প্রভোস্টের নির্দেশে শিক্ষার্থীদের হল ছাড়তে বাধ্য করা হয় এবং আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হলের সিট বাতিলের হুমকি দেয়া হয়। এমনকি আন্দোলনে নেতৃত্ব দেয়া সকলের উপর গোয়েন্দা সংস্থা এবং বিইউপি সিকিউরিটি সেল থেকে লোকজন এসেও স্বশরীরে হুমকি দেয়, যার প্রমাণ তাদের কাছে রয়েছে জানা যায়। 

তারা আরও বলেন, যে ৮ জনকে শাস্তি দেওয়া হয়েছে সেটার না আছে কোনো মোর‌্যাল গ্রাউন্ড, না আছে কোন লিগ্যাল গ্রাউন্ড। শুধুমাত্র বিইউপির ভিসির একক ইচ্ছার প্রতিফলন এই অন্যায্য শাস্তি। জুলাই আগস্টে তার ভূমিকা খুনি হাসিনার পক্ষে ছিল। এরকম অন্যায়, অযৌক্তিক শাস্তি দিলে শিক্ষাপ্রতিষ্ঠান অস্থিতিশীল হবে, যেটা কোনভাবেই কাম্য নয়। আমরা আজ এই অন্যায্য শাস্তির বিরুদ্ধে এখানে সমবেত হয়েছি। অনতিবিলম্বে এ শাস্তি বাতিল চাই। 

জানা যায়, গত বছরের ১৮ জুলাই পুলিশ-ছাত্রলীগের দ্বারা বিইউপি শিক্ষার্থীদের ওপর ন্যাক্কারজনক হামলার বিচার, সেমিস্টার ফি কমানো, কোটার যৌক্তিক সংস্কারসহ বিভিন্ন দাবিতে গত ১ সেপ্টেম্বর বিইউপি ক্যাম্পাসে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর প্রয়োজনীয় সংস্কার কাজের অংশ হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থীদের পক্ষ থেকে এসময় বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ৯ দফা দাবি পেশ করা হয়। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক শিক্ষার্থীকে সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা থেকে অব্যাহতি দেয় বিইউপি প্রশাসন। 

সম্প্রতি বিইউপির শৃঙ্খলা বোর্ডে এ ঘটানায় মিছিল, স্লোগানসহ ক্যাম্পাসে (সেনানিবাসের অভ্যন্তরে) বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ডেভলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আসিফ হোসেন ও আইন বিভাগের শিক্ষার্থী নাজমুল হককে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল প্রকার শিক্ষা কার্যক্রম থেকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি আরও ৬ শিক্ষার্থীকে আর্থিক দণ্ডের শাস্তি দেয়া হয়েছে। শাস্তি পাওয়া ৮ শিক্ষার্থীই জুলাই গণঅভ্যুত্থানে ‘স্বৈরাচার’ বিরোধী আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেন।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!