‘পকেট কমিটি’ বাতিলের দাবিতে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিক্ষোভ

বিএনএস টাওয়ারের সামনে বিক্ষোভ
বিএনএস টাওয়ারের সামনে বিক্ষোভ  © ভিডিও থেকে সংগৃহীত

অযোগ্য, নিষ্ক্রিয় ও ভাড়াটিয়াদের দিয়ে কমিটি গঠন করার প্রতিবাদে উত্তরা বিএনস সেন্টারের সামনে বিক্ষোভ করেছে ঢাকা মহানগর উত্তর ছাত্রদল। 

বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর উত্তরা বিএনএস টাওয়ারের সামনে সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে ছাত্রদল সভাপতি রাকিব ও সাধারণ সম্পাদক নাছিরের কুশপুত্তলিকা দাহ করেন পদবঞ্চিতরা। এ সময় বিক্ষোভকারীরা কিছু সময়ের জন্য ঢাকা-ময়মনসিংহ সড়ক অবরোধ করে রাখেন।

বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, সহ দপ্তর সম্পাদক মো. শাহিন, সহ সাধারণ সম্পাদক মঈন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন তালুকদার মাহী, সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম উজ্জ্বল, সদস্য আলি ইমাম আশিক, উত্তরা পূর্ব থানা ছাত্রদল নেতা হিমেল, উত্তরা পশ্চিম থানা ছাত্রদল নেতা, বনানী থানা ছাত্রদল নেতা শান্ত, লাল চাঁদ বাদশা, উত্তরা পশ্চিম থানা ছাত্রদলসহ ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ সংবাদ