ঢাবিতে পুনরায় ছাত্র রাজনীতি বন্ধের দাবি উদ্দেশ্যপ্রণোদিত: ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্ট

  © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পুনরায় ছাত্র রাজনীতি বন্ধের দাবি উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের দাবি ও ছাত্রদলের পোস্টার লাগানোকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফ্রন্টের অবস্থান পরিষ্কার করতে গিয়ে এ মন্তব্য করেছে সংগঠন দুটি। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মেরাজ খান আদর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বুধবার রাতেই সার্জেন্ট জহুরুল হক হল প্রশাসন অনুমতি ছাড়া পোস্টার লাগানো, দেয়াল লিখনের করা যাবেনা মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রাজনৈতিক বক্তব্য প্রচারের এইসব মাধ্যম বন্ধের নির্দেশনা চূড়ান্ত অগণতান্ত্রিক ও প্রশাসনের স্বেচ্ছাচারী মনোভাবের প্রতিফলন। বাংলাদেশ ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট প্রশাসনের এই নির্দেশনা প্রত্যাখ্যান করছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাধারণ সম্পাদক বাহাউদ্দিন শুভ এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন এক যৌথ বিবৃতিতে বলেন পোস্টার লাগানো, দেয়াললিখন এসব কার্যক্রম একটি ছাত্র সংগঠনের নিয়মিত ও স্বাভাবিক কার্যক্রম। এটির মধ্য দিয়ে দখলদারিত্ব কায়েম বা আধিপত্য বিস্তারের কোনো সংযোগ নেই। দলীয় কার্যক্রম এবং নিজেদের চিন্তার প্রচার করাই এর মূল লক্ষ্য। কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদলের পোস্টার লাগানোকে কেন্দ্র করে যে বিতর্ক সৃষ্টি করা তা অনভিপ্রেত এবং উদ্দেশ্যপ্রণোদিত বলে আমরা মনে করি।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আমরা পূর্বে দেখেছি ছাত্রশিবির এবং পতিত স্বৈরাচার সহযোগী ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধে সরব ভূমিকা পালন করেছে। অন্যদের রাজনীতি করার পথ রুদ্ধ করে নিজেদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ মসৃণ করার প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন তারা। শিক্ষার্থীদের সংগঠিত হওয়া ও মত প্রচার করার স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বন্ধ করতে চাওয়াও এক ধরনের ফ্যাসিবাদী প্রবণতা। এই ধরনের ফ্যাসিবাদী প্রবণতার বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবো। একইসাথে শিক্ষার্থীদের নিরাপত্তা এবং বিশ্ববিদ্যালয়ে যেকোনো ধরনের দখলদারিত্ব ও আধিপত্য বিস্তারের বিরুদ্ধে আমরা পূর্বের ন্যায় আমাদের লড়াই অব্যাহত রাখবো।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence