কোটা আন্দোলনের নেতাকে হলচ্যুতের অভিযোগ ঢাবি ছাত্রলীগের বিরুদ্ধে

সারজিস ও অমর একুশে হলের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা
সারজিস ও অমর একুশে হলের সামনে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা  © সংগৃহীত

কোটা পুনর্বহালের প্রতিবাদে চলা আন্দোলনে নেতৃত্ব দেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক শিক্ষার্থীকে হল ত্যাগে বাধ্য করার অভিযোগ উঠেছে শাখা ছাত্রলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিবাদে ওই হলের সামনে অবস্থান নিয়েছেন ঢাবির সাধারণ শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৪ জুলাই) ঢাবির অমর একুশে হলের আবাসিক শিক্ষার্থী সারজিস আলমকে হল ছাড়তে বাধ্য করে ছাত্রলীগ। পরে মধ্যরাতে হলের বাইরে অবস্থান নিয়ে আন্দোলন করছেন কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন।

অমর একুশে হলের সামনে অবস্থা নেওয়া এক শিক্ষার্থী জানান, আমাদের এক ভাইকে হল ত্যাগে বাধ্য করেছে ছাত্রলীগ। এর প্রতিবাদে আমরা একুশে হলের সামনে অবস্থান নিয়েছি। আমাদের আন্দোলনের কাউকে হল থেকে বের হতে বাধ্য করা হলে, সাধারণ শিক্ষার্থীরা এর জবাব দেবে।

এ বিষয়ে সারজিস বলেন,আমাকে ছাত্রলীগ থেকে বলা হয়েছে হল ছেড়ে দেওয়ার জন্য। কিন্তু আমার হলের প্রভোস্ট স্যার বলেছেন আমি যেন হল না ছাড়ি।


সর্বশেষ সংবাদ