অবরোধের সমর্থনে শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ

রাজধানীর শাহবাগ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল
রাজধানীর শাহবাগ বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল  © সংগৃহীত

সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা এবং তফসিল বাতিলের দাবিতে ১০ম দফায় ডাকা ৪৮ ঘন্টার দেশব্যাপী সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সকালে রাজধানীর শাহবাগ মোড় থেকে পরিবাগ পর্যন্ত এ বিক্ষোভ করা হয় বলে জানিয়েছেন তারা।

এক বার্তায় জানানো হয়েছে, বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক আহবায়ক ও কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল ইসলাম রাকিব। মিছিলের শেষ পর্যায়ে র‌্যাব সদস্যরা মিছিলে বাধা দেয় বলে এতে জানানো হয়েছে।

আরো পড়ুন: অবরোধের সমর্থনে রাজধানীতে রিজভীর নেতৃত্বে বিক্ষোভ

এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সজীব মজুমদার, সহ-সাধারণ সম্পাদক সাঈদ আহমেদ, সদস্য মো. অলিউজ্জামান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি (সাবেক ভারপ্রাপ্ত সভাপতি) এবিএম ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম বিল্লাহ্, মাহাবুব আলম শাহিন, বোরহান উদ্দিন খান সৈকত, মাহফুজুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি মহিউদ্দিন রুবেল, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ সভাপতি কাওছার আহম্মেদ রনি, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সুলতানা আক্তার মিম, সহ নাট্যবিষয়ক সম্পাদক মুনতাসীর মামুন প্রমুখ।


সর্বশেষ সংবাদ