ত্রাণ নিয়ে পানিবন্দিদের বাড়িতে লোহাগাড়া ছাত্রলীগের সভাপতি

পানিবন্দি পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি
পানিবন্দি পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার পৌঁছে দিচ্ছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি  © টিডিসি ছবি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে পানিবন্দি পরিবারের সদস্যদের মাঝে শুকনো খাবার পৌঁছে দিয়েছেন উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী।

বুধবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা সদর ইউনিয়নের বিল্লাপাড়ার পানিবন্দিদের  এসব খাবার পৌঁছে দেন তিনি। খাদ্য সহায়তার মধ্যে রয়েছে– চিঁড়া, চিনি, কেক, দুধ, মুড়ি, পাউরুটি, মোমবাতিসহ প্রয়োজনীয় জিনিস। 

এসময় উপস্থিত ছিলেন সহ- সভাপতি আসলম, যুগ্ম সম্পাদক বোরহান সোবহান,  সদর ইউনিয়নের ছাত্রলীগ নেতা আরফাত হোসেন প্রমুখ।

এ প্রসঙ্গে লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ কে এম আসিফুর রহমান চৌধুরী বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগ ও দক্ষিণ জেলা ছাত্রলীগের নির্দেশে বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছি।

দেশের প্রতিটি  দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকে ছাত্রলীগের নেতাকর্মীরা। আমি একজন ছাত্রলীগের কর্মী হিসেবে দেশের জনগণের যেকোনো দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো নিজেদের নৈতিক কর্তব্য হিসেবে মনে করি। লোহাগাড়া উপজেলা ছাত্রলীগ সবসময় সাধারণ ও অসহায় মানুষের জন্য কাজ করছে এবং ভবিষ্যতেও করবে—জানান  তিনি।


সর্বশেষ সংবাদ