রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

সিফাত আলম
সিফাত আলম  © সংগৃহীত

রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক সিফাত আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রাজশাহীতে নাশকতা ও বিস্ফোরক আইনে করা একটি মামলার তিনি অন্যতম আসামি।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী হোসেন বলেন, বিস্ফোরক আইনে করা মামলার আসামি সিফাতের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ারা ছিল। রবিরার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এর আগে গত ১৩ ডিসেম্বর জোহরের নামাজের পর রাজশাহী নগরীর কাদিরগঞ্জ দড়িখরবোনা এলাকায় বিক্ষোভ মিছিলের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-শিবিরের সদস্যদের ছোড়া ইট-পাটকেলের আঘাতে পুলিশের দুইজন সদস্য আহত হন।

পরে এই ঘটনায় পুলিশ বাদি হয়ে জামায়ত-শিবিরের ১৬ জন নেতার নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও দেড় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা করে।


সর্বশেষ সংবাদ