প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রলীগের নবনির্বাচিত নেতাদের সৌজন্য সাক্ষাৎ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২২, ১০:৫৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০১:১৩ PM
বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ। আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় গণভবনে বাংলাদেশ ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি সাদ্দাম হোসেন, সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান সাক্ষাৎ করে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি মাজহারুল কবির শয়ন, সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ সভাপতি রাজীবুল ইসলাম বাপ্পী, সাধারণ সম্পাদক সজল কুন্ড, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ সভাপতি রিয়াজ মাহমুদ, সাধারণ সম্পাদক সাগর আহমেদ। এসময় সদ্যবিদায়ী সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যও উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে ব্যাপক গত ৬ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।