লামিনে ইয়ামালসহ ৫ ফুটবলার রোজা রাখবেন, যেভাবে খেলা চলাকালীন ইফতার
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ১১ মার্চ ২০২৫, ০৪:৪৩ PM , আপডেট: ১১ মার্চ ২০২৫, ০৪:৪৩ PM

চলছে রমজান মাস। তাই রোজা রেখেই ফুটবল খেলে যাচ্ছেন মুসলিম ফুটবলাররা। খেলা চলাকালীন ইফতারের বিরতি দেওয়া ফুটবলে নতুন কিছু নয়। ঘরের মাঠে আজ চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগে বেনফিকার মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচে মুসলিম ফুটবলারদের ইফতারির জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা।
লামিনে ইয়ামালসহ এই ম্যাচের ৫ ফুটবলারের রোজা রাখার কথা রয়েছে আজ। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে। এর ঠিক সাত মিনিট পরেই সূর্যাস্ত হবে বার্সেলোনায়। তখন ইফতার করবেন বার্সার ইয়ামাল ও আনসু ফাতি এবং বেনফিকার ওরচুন কোকচু, কেরেম আকতুরকগলু, জেকি আমদুনি। পরে ম্যাচ বিরতিতে গিয়ে আলাদা ভাবে পানাহার করবেন তাঁরা। যাঁতে করে শরীরে ব্যয় হওয়া শক্তি দ্রুত ফিরিয়ে আনা যায়।
রমজান সামনে রেখে দুই ক্লাবই তাদের মুসলিম ফুটবলারদের বিশেষ যত্ন নিচ্ছে। কারণ ইউরোপে ১১ ঘণ্টার বেশি সময় ধরে রোজা রাখতে হয়। তাই ইয়ামালের সাহরি এবং ইফতারের মেন্যু ঠিক করে দিচ্ছেন ক্লাবের পুষ্টিবিদ। ম্যাচ তো বটেই রোজা রেখে নিয়মিত অনুশীলনও করছেন ১৭ বছর বয়সী ইয়ামাল।
বেনফিকার বিপক্ষে প্রথম লেগে ১-০ গোলের জয় পেয়েছিল বার্সা। ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলেও রাফিনিয়ার গোলে স্বস্তি নিয়ে মাঠ ছাড়ে তারা। তাতে অবশ্য বড় কৃতিত্ব গোলরক্ষক ভয়চেক সেজনির। আটটি সেভ দিয়ে অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। আজ দ্বিতীয় লেগে ড্র করলেই শেষ আটে উঠে যাবে হান্সি ফ্লিকের দল।