১৬ মাস পর ব্রাজিল দলে ফিরে যা বললেন নেইমার

  © ফাইল ফটো

প্রায় ১৬ মাসেরও বেশি বিরতির পর আবারও ব্রাজিল জাতীয় দলে ফিরছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য কোচ দরিভাল জুনিয়র তাকে দলে ডেকেছেন।

বৃহস্পতিবার (৬ মার্চ) দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে দলের জন্য স্কোয়াড ঘোষণা করে ব্রাজিল ফুটবল ফেডারেশন। সেই স্কোয়াডে দেখা গেছে এই ফুটবলারের নাম।

চোট কাটিয়ে পুরোনো ছন্দে ফেরার পথে আছেন নেইমার। এরই মধ্যে জাতীয় দলে ফিরছেন। কোচ দরিভালের দল ঘোষণার সংবাদ সম্মেলন টিভিতে দেখছিলেন নেইমার। সেটিরই ছবি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করে লিখেছেন, ফিরতে পেরে খুশি। ব্রাজিল সুপারস্টারকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরাও। 

এদিকে, নেইমারকে নিয়ে সেলেসাও কোচ দরিভাল বলছিলেন, ‘জাতীয় দলে নেইমারের প্রতিনিধিত্ব নিয়ে নতুন করে বলার কিছু নেই। সে যে চোট পুনর্বাসনের মধ্য দিয়ে গেছে, সেটি আমরা সবাই জানি। একইসঙ্গে তার দক্ষতা ও সামর্থ্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কতটা উপযুক্ত তাও অজানা নয়।’ 

নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। সেই সময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে তার বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) এবং মেনিসকাস ছিঁড়ে যায়। ১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।


সর্বশেষ সংবাদ