আফগান ক্রিকেট দলকে প্রশংসায় ভাসালেন শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার  © ফাইল ফটো

চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ডের আরও একটি ম্যাচ বাকি আছে। তবে গ্রুপ পর্ব থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে জস বাটলারদের। যে বিদায় নিশ্চিত হয়েছে আফগানিস্তানের কাছে হেরে। বুধবার লাহোরে ‘বি’ গ্রুপের ম্যাচে রশিদ খানদের কাছে ৭ রানে হেরেছে বাটলারের দল।

আইসিসি টুর্নামেন্টে সাফল্য বিচারে ইংল্যান্ডের চেয়ে অনেকটাই পিছিয়ে আফগানিস্তান। তবু সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে রশিদদের জয়কে অঘটন মনে হচ্ছে না শচীন টেন্ডুলকারের। ভারতীয় কিংবদন্তির মতে, বড় দলের বিপক্ষে ম্যাচ জেতা অভ্যাস বানিয়ে ফেলেছে আফগানরা।

২০০৯ সালে ওয়ানডে ক্রিকেটে পা রাখা আফগানিস্তান কয়েক বছর ধরে সাদা বলের ক্রিকেটে ধারাবাহিকভাবে ভালো খেলছে। ২০২৩ বিশ্বকাপে পাকিস্তান, ইংল্যান্ডের মতো দলকে হারিয়ে সেমিফাইনালের সম্ভাবনা জাগিয়েছিল। তখন অল্পের জন্য না পারলেও গত বছর টি–টোয়েন্টি বিশ্বকাপে তারা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডকে হারিয়ে দেয়। খেলে সেমিফাইনালেও। এবার চ্যাম্পিয়নস ট্রফিতে দক্ষিণ আফ্রিকার কাছে হারলেও ইংল্যান্ডকে হারিয়ে আরেকটি সেমিফাইনালের দ্বারপ্রান্তে রশিদরা।

লাহোরের ম্যাচটিতে ইব্রাহিম জাদরানের ১৭৭ রানের ইনিংসে ভর করে ৭ উইকেটে ৩২৫ রান তোলে আফগানিস্তান। পরে আজমতউল্লাহ ওমরজাইয়ের ৫৮ রানে ৫ উইকেটে ইংল্যান্ডকে ৩১৭ রানে আটকে দেয় তারা। আফগানদের এই জয়কে ‘স্মরণীয়’ উল্লেখ করে টেন্ডুলকার এক্স পোস্টে লিখেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আফগানিস্তানের অবিচল ও ধারাবাহিক উত্থান অনুপ্রেরণাদায়ক! আপনি তাদের জয়কে আর অঘটন বলে আখ্যায়িত করতে পারবেন না, তারা এখন এটিকে অভ্যাস বানিয়ে ফেলেছে।’

এক্স পোস্টে সেঞ্চুরি করা জাদরান ও ৫ উইকেট নেওয়া ওমরজাইকেও অভিনন্দন জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে এক শ সেঞ্চুরি করা ভারতীয় কিংবদন্তি, ‘জাদরানের দুর্দান্ত সেঞ্চুরি এবং ওমরজাইয়ের অসাধারণ ৫ উইকেট আফগানিস্তানকে আরেকটি স্মরণীয় জয় এনে দিয়েছে।’

টেন্ডুলকারের এই প্রশংসা পেয়ে খুশি জাদরান। ১২ চার ৬ ছক্কায় ১৪৬ বলে ১৭৭ রান করা জাদরান ভারতীয় কিংবদন্তির পোস্টের প্রতিক্রিয়ায় লিখেছেন, ‘যিনি প্রজন্মের পর প্রজন্মকে ব্যাট তুলতে অনুপ্রাণিত করেছেন, সেই মানুষটির প্রশংসা পাওয়া অনেক সম্মানের।’

আগামীকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলবে আফগানিস্তান। ম্যাচটি জিতলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রশিদদের।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence