বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি সঞ্চালক ইয়েশা সাগর, কে এই মডেল?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ PM , আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৪১ PM
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুম শুরু হচ্ছে সোমবার (৩০ ডিসেম্বর)। সাধারণত বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজির লিগগুলোতে অনেক দলই নিজেদের সঞ্চালক নিয়োগ দিয়ে থাকে। এই ধারাবাহিকতায় এবার চিটাগং কিংস নিয়োগ দিয়েছে অফিশিয়াল সঞ্চালক। বন্দরনগরীর দল চিটাগং কিংসে আসন্ন বিপিএলের জন্য ‘অফিসিয়াল হোস্ট’ (সঞ্চালক) হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত কানাডিয়ান মডেল ইয়েশা সাগর। দলটির নিয়মিত অনুশীলনে মাইক্রোফোন হাতে দেখা যাচ্ছে এই মডেলকে। বিপিএলের ইতিহাসে প্রথম বিদেশি হোস্ট হিসেবে নিয়োগ পাওয়া ইয়েশাকে নিয়ে মেতেছেন নেটিজেনরা। কে এই সঞ্চালক?
সার্চ ইঞ্জিন গুগল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ইয়েশাকে খুঁজে বেড়াচ্ছেন ক্রীড়া ভক্তরা। একইসাথে জানতে চাচ্ছেন এ মডেলের পরিচয়। অনেকে ফেসবুকে প্রশ্ন ছুঁড়ে জানতে চাচ্ছেন, কে এই ইয়েশা সাগর?
কানাডার মডেল হিসেবে পরিচিতি পেলেও ইয়েশা সাগর ভারতীয় বংশোদ্ভূত। ১৯৯৬ সালের ১৪ ডিসেম্বর তিনি ভারতের পাঞ্জাবের লুধিয়ানায় জন্মগ্রহণ করেন। এ ছাড়া পাঞ্জাবের মিউজিক ইন্ডাস্ট্রিতেও কাজের অভিজ্ঞতা রয়েছে ইয়েশার। ইতোমধ্যে ৩০টি মিউজিক ভিডিও এবং শর্ট ফিল্মে অভিনয় করেছেন তিনি।
পাঞ্জাবে জন্ম ও বেড়ে ওঠা ইয়েশা ২০১৫ সালে উচ্চতর ডিগ্রি অর্জনের জন্য কানাডায় পাড়ি জমান। মডেল-অভিনেত্রী ছাড়াও ফিটনেস ইনফ্লুয়েন্সার ও ক্রিকেট প্রেজেন্টার হিসেবে পরিচয় রয়েছে তার। সামাজিক মাধ্যমে স্বাস্থ্য-সচেতনতার বিষয়ে মানুষকে প্রভাবিত করে আসছেন এই কানাডিয়ান মডেল। ক্রিকেট উপস্থাপিকা হিসেবে নজর কেড়েছেন গত বছর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টে।