নাহিদ রানার ওডিআই অভিষেক আজ, দিনটা কি স্মরণীয় করতে পারবেন?
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৪৮ PM , আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ০৪:৫১ PM
আন্তর্জাতিক টেস্টে আলো ছড়িয়েছেন, দেশের দ্রুতগতির বোলারের তকমা পেয়েছেন পেসার নাহিদ রানা। বাংলাদেশের জার্সি গায়ে ৫ টেস্ট খেলার পর অবশেষে সাদা বলে অভিষেক হচ্ছে তার। দিনটা কি স্মরণীয় করতে পারবেন এই তরুণ?
সোমবার (১১ নভেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে খেলবেন ক্যারিয়ারের প্রথম ওয়ানডে। এখন শুধুমাত্র আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা বাকি তার। ১৫০তম ক্রিকেটার হিসেবে ওয়ানডে অভিষেক হলো নাহিদের।
তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতায় আছে বাংলাদেশ-আফগানিস্তান। প্রথম ম্যাচে হেরেছিল টিম টাইগার্স। ঘুরে দাড়ায় দ্বিতীয় ওয়ানডেতে। সিরিজ নির্ধারণীর ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনে মাঠে নেমেছে লাল-সবুজ দল। চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন অধিনায়ক নামজুল হোসেন শান্ত। বিশ্রাম পেয়েছেন তাসকিন আহমেদ। তার পরিবর্তেই অভিষেকের সুযোগ পেয়েছেন নাহিদ।
টেস্টে গতি আর সুইংয়ে নাহিদ তার যোগ্যতার প্রমাণ দিয়েছেন। ৪৫.৫৭ গড়ে শিকার করেছেন ১৪টি উইকেট। এবার সাদা বলে নিজেকে তুলে ধরার অপেক্ষায় ডানহাতি এই পেসার।