সাকিবের বদলি হাসান মুরাদ, কে এই স্পিনার?

হাসান মুরাদ
হাসান মুরাদ  © সংগৃহীত

বিদায়ী টেস্ট খেলতে আসা হচ্ছে না অলরাউন্ডার সাকিব আল হাসানের। প্রাথমিকভাবে প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের দলে তাকে রাখা হলেও এবার বাদ দেয়া হয়েছে। সদ্যই ঘোষণা করা হয়েছে নতুন দল। এতে সাকিবের বদলি হিসেবে ডাক পেয়েছেন তরুণ স্পিনার হাসান মুরাদ।

শুক্রবার (১৮ অক্টোবর) সংবাদ বিজ্ঞপ্তিতে হাসান মুরাদকে দলে নেয়ার খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত বছর টেস্ট সিরিজের দলে ডাক পেয়েছিলেন মুরাদ। তবে সেবার কোনো ম্যাচ খেলা হয়নি তার। এবার সাকিবের অনুপস্থিতিতে আবারও সুযোগ পেলেন তিনি। 

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিব দেশে আসতে যুক্তরাষ্ট্র ছেড়েছিলেন। কিন্তু দুবাই পৌঁছাতে পারলেও আটকে যান। ফিরে গেছেন সম্ভবত যুক্তরাষ্ট্রেই। সাকিব জানিয়েছেন, নিরাপত্তা শঙ্কা থাকায় দেশে ফিরছেন না। সাবেক অধিনায়কের কাছ থেকে বিস্তারিত জানা না গেলেও ক্রিকেট বোর্ড ও সরকারের তরফ থেকেও কোনও ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মুখ খোলেন। তিনি জানিয়েছেন, ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে না আসার পরামর্শ দেওয়া হয়েছে।’
 
আগামী ২১ অক্টোবর থেকে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট। আর ২৯ অক্টোবর চট্টগ্রামে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।

হাসান মুরাদ  বাঁহাতি স্পিনার। ২০২০ সালে যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন। কক্সবাজার থেকে উঠে আসা ২৩ বছর বয়সী মুরাদ ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। ৫০ ইনিংসে তার শিকার ১৩৬ উইকেট। ১২ বার পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন তিনি। জাতীয় দলে নতুন হলেও ঘরোয়া ক্রিকেটে খুবই পরিচিত। দীর্ঘদিন ধরেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করে যাচ্ছিলেন তিনি। এরই ধারাবাহিকতায় ডাক পেলেন জাতীয় দলে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এ বিষয়ে বলেন, ‘আমাদের জানানো হয়েছে, প্রথম টেস্টে সাকিবকে পাওয়া যাবে না। সে টেস্ট ক্যারিয়ারের শেষের দিকে আছে। কিন্তু এখনও ব্যাটে-বলে পারফর্ম করার জন্য তার মতো অভিজ্ঞ ও বিকল্প কাউকে পাওয়া যায়নি। তবে হাসান মুরাদ প্রথম শ্রেণির ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফর্ম করেছে এবং আমাদের বিবেচনায় রয়েছে। সে আমাদের বোলিংয়ে ভারসাম্য বজায় রাখবে। বিশেষ করে হোম কন্ডিশনে। আমরা বিশ্বাস করি, তার এই জায়গা নিজেকে প্রতিষ্ঠিত করার সম্ভাবনা রয়েছে।’ 

বাংলাদেশ স্কোয়াড: নাজমুল হোসেন (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা ও হাসান মুরাদ।


সর্বশেষ সংবাদ