বিপিএল কোয়ালিফায়ারে আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই

আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই
আজ সাকিব-তামিমের মুখোমুখি লড়াই  © সংগৃহীত

একটা সময় কাছের বন্ধু ছিলেন সাকিব আল হাসান ও তামিম ইকবাল। তবে এখন আর আগের সেই সম্পর্ক নেই। বিভিন্ন সময়ই গণমাধ্যমের খবরে এসেছে তাদের দ্বন্দ্বের অনেক খবর। সেই সব দ্বন্দ পিছে ফেলে প্রতিপক্ষ হিসেবে আজ আবারও মাঠে লড়াইয়ের নামছে এই দুই তারকা। তামিম-সাকিবের কারণে মিরপুরে ম্যাচটি ঘিরে শুরু হয়েছে বাড়তি উন্মাদনা। দুজনের দ্বৈরথ দেখার প্রত্যাশায় ক্রিকেট ভক্তরা।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় কোয়ালিফায়ারে বুধবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে মুখোমুখি হবে রংপুর রাইডার্স-ফরচুন বরিশাল। ম্যাচটা বরিশাল বনাম রংপুরের হলেও আদতে সেটিকে বলা হচ্ছে সাকিব-তামিমের লড়াই।

বিপিএলের এবারের আসরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেছিল রংপুর। তবে শীর্ষস্থানে থেকে প্লে অফে গেলেও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে প্রথম কোয়ালিফাইয়ারে হেরেছে সাকিবের রংপুর। ওদিকে তামিমের বরিশাল এলিমিনেটর ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে বেশ দাপুটে জয় তুলে নিয়েছে। জয়ের সেই রেশ নিয়েই আজ ফাইনালের টিকিট নিশ্চিতের লড়াইয়ে নামবে রংপুরের বিপক্ষে।

ফাইনালের আগে আরেক ফাইনাল। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ঘিরে অন্যরকম আবহ হোম অব ক্রিকেটে। আজকের এই ম্যাচ সবার মনোযোগ আকর্ষণ করেছে সাকিব-তামিমের বর্তমান সম্পর্কের জেরে। শেষ দেখায় তামিমের উইকেট নিয়ে কনুই ঝাকিয়ে উদযাপন করেছিলেন সাকিব। অন্যদিকে একই ম্যাচে সাকিব আউট হওয়ার পরও তামিম অনেকটা একই উদযাপন করেছিলেন যেটিকে ব্যাঙ্গাত্মক হিসেবেই ধরে নিয়েছেন ভক্ত-সমর্থকরা।

ব্যাটে-বলে অনবদ্য সাকিব আল হাসান। কিন্তু ডু অর ডাই ম্যাচে রংপুর তার উপরই নির্ভর। একাদশ নিয়ে মধুর সমস্যায় রাইডার্স। ৮ বিদেশি তৈরি করেছে সে সংকট। পারফর্ম করেও বেঞ্চে বসে থাকতে হয় ডোয়াইন প্রিটোরিয়াস, ইমরান তাহিরকে। মোহাম্মদ নবী, ফজল হক ফারুকী, জিমি নিশাম, নিকোলাস পুরানকে নিয়ে গড়া কম্বিনেশন ভাঙা কঠিনতর।

আরও পড়ুন: বিপিএলের ফাইনালে মুস্তাফিজকে পাচ্ছে কুমিল্লা

এবারের বরিশাল দলটি তারকাবহুল। অধিনায়ক তামিম ইকবাল ছাড়াও দলটিতে আছেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ থেকে শুরু করে মেহেদী হাসান মিরাজ এবং সৌম্য সরকারও খেলছেন এই ফ্র্যাঞ্চাইজিটির হয়ে। সাথে আছেন শোয়েব মালিক, দুনিথ ওয়াল্লালেগেরা, আহমেদ শেহজাদ, ওবেদ ম্যাককয় কেশব মহারাজরা, কাইল মায়ার্সের মত বিদেশি তারকারা। 

চলতি দশম আসরের বিপিএলের ফাইনাল অনুষ্ঠিত হবে ১ মার্চ।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence