বিশ্বকাপ ফাইনাল

হেডের সেঞ্চুরিতে ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের পথে অস্ট্রেলিয়া

ট্রাভিস হেড
ট্রাভিস হেড  © সংগৃহীত

ভারতকে একাই শেষ করে দিচ্ছেন অস্ট্রেলিয়ান ওপেনার ট্রাভিস হেড। শতরান করলেন। দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন ৬ষ্ঠ বিশ্বকাপ জয়ের দিকে।

অথচ চোটের কারণে এই বিশ্বকাপ নাও খেলতে পারতেন তিনি। হাত ভাঙার পরও তাকে দলে রেখেছিল অস্ট্রেলিয়া। প্রথম পাঁচ ম্যাচ তিনি খেলতেই পারেননি। পরে ফিরে প্রথম ম্যাচেই করেন ঝড়ো সেঞ্চুরি। সেমি-ফাইনালে দুর্দান্ত অলরাউন্ড পারফরমান্সে ম্যাচের সেরা ছিলেন তিনিই। এবার ফাইনালেও করলেন শতরান। কী বলা যায় একে, হেড-রূপকথা!

২৪১ রানের জবাব দিতে নেমে ধাক্কা খায় অস্ট্রেলিয়াও। সপ্তম ওভারে ৪৭ রানে ৩ উইকেট হারায় তারা। একে একে ফিরে যান ডেভিড ওয়ার্নার (৭), মিশেল মার্শ (১৫) ও স্টিভ স্মিথ (৪)। তাদের ফিরিয়ে ভারত ‘ঘরের মাঠে নাহি দেব ছাড়’ বার্তা দিলেও ওপেনার ট্রাভিস হেড এক প্রান্তে দাঁড়িয়ে ম্যাচের বাকি অংশের চিত্রনাট্য লেখা শুরু করেন। 


সর্বশেষ সংবাদ