ফিফটির পর ফিরলেন কোহলিও

  © সংগৃহীত

বিশ্বকাপের ফাইনালে শিরোপার লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নেমে বিপদে পড়েছে ভারত। ৩০ ওভার শেষে চার উইকেট হারিয়ে সংগ্রহ ১৫২ রান। ক্রিজে রয়েছেন রাহুল এবং জাডেজা। এর আগে ১১তম ওভারে ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে ভারত।

আগ্রাসী ব্যাটিং শুরু করা স্বাগতিকরা ৮১ রানে হারায় শুভমন গিল, রোহিত শর্মা ও শ্রেয়াস আয়ারকে। তিনে নামা বিরাট কোহলি ও পাঁচে নামা কেএল রাহুল ওই ধাক্কা কিছুটা সামাল দেন। তবে কোহলি ফিফটি করে ফিরতেই নতুন করে চাপে পড়েছে দলটি।

এর আগে রোহিত শর্মা ঝড়ো শুরু করেন। তিনি ৩১ বলে ৪৭ রান করেন। চারটি চার ও তিনটি ছক্কা তোলেন। তবে শুরুতে গিল ফিরে যান ৪ রান করে। শ্রেয়াস আয়ার ৪ রান করে ফিরলে বিপদে পড়ে ভারত।

আগের ম্যাচে জয়ের ধারাবাহিকতায় এই ম্যাচে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে ভারত। ছয় ব্যাটসম্যানের সঙ্গে তিন পেসার ও দুই স্পিনার আছেন। অস্ট্রেলিয়ার একাদশেও নেই পরিবর্তন। কামিন্সের দলে চার বিশেষজ্ঞ বোলারের সঙ্গে আছেন দুই ব্যাটিং অলরাউন্ডার।


সর্বশেষ সংবাদ