বিশ্বকাপের আগে তামিম-সাকিবে অস্বস্তি বিসিবির

তামিম ইকবাল ও সাকিব আল হাসান
তামিম ইকবাল ও সাকিব আল হাসান  © ফাইল ছবি

নিজে পুরো ফিট নন জানিয়ে বিশ্বকাপের দল নির্বাচনের সময়ও নির্বাচকদের বিষয়টি বিবেচনায় নিতে বলেছেন তামিম ইকবাল। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের পর সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি পুরোপুরি ফিট নন। ঝুঁকি এড়াতে খেলছেন না শেষ ওয়ানডেতেও। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাকিব আল হাসানও। 

বিসিবির সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছে, তামিম নির্বাচকদের বলেছেন, তাঁকে বিশ্বকাপ দলে নেওয়া হলে এটা মেনে নিয়ে নিতে হবে। দলে থাকলে তিনি সর্বোচ্চটা দিয়েই খেলার চেষ্টা করবেন। তবে তাঁর পিঠের সমস্যার কথা গুরুত্ব সহকারে বলেছেন। বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি ম্যাচ খেলবেন বলেও একাধিক গণমাধ্যম খবর দিয়েছে।

বিশ্বকাপ খেলতে ভারতে যাওয়ার আগে দল ঘোষণা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিসিবির নির্বাচক কমিটি এবং ম্যানেজমেন্ট। এ নিয়ে সাকিবও অসন্তোষ প্রকাশ করায় দুই তারকা ক্রিকেটারের মতের অমিলে বিপদে ফেলেছে বিসিবিকে।

আরো পড়ুন: মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে ক্রিকেট খেললেন সাকিব

জানা গেছে, সমস্যার সমাধানে সোমবার রাতে বোর্ড প্রেসিডেন্টের বাড়িতে আলোচনায় বসেন কোচ চান্ডিকা হাথুরুসিংহে ও সাকিব আল হাসান। যদিও সমাধান হয়েছে কিনা জানা যায়নি। এ রকম পরিস্থিতিতে নির্বাচক কমিটি কাউকে বাদ দিয়েই হয়তো দল গঠন করত। তবে তামিম বলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সব দিক ভেবে নিচ্ছেন তারা।

গণমাধ্যমের খবরে প্রকাশ, তামিমের এমন অবস্থানের কথা জেনে বিরক্তই হয়েছেন অধিনায়ক সাকিব। তবে গণমাধ্যমের কাছে তিনি কোনো মন্তব্য করেননি। জবাব পাওয়া যায়নি তামিমের কাছ থেকেও। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনও কিছু বলেননি।


সর্বশেষ সংবাদ