বিশ্বকাপের আগেই নিউজিল্যান্ড আসছে ১৭ সেপ্টেম্বর
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৩, ০২:৩০ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৩, ০২:৩০ PM
বিশ্বকাপের আগে আগামী ১৭ সেপ্টেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ঢাকায় আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এর চার দিন পর ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে মাঠের লড়াই। বৃহস্পতিবার (১৭ আগস্ট) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সূচি।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দিবা-রাত্রি ম্যাচগুলো মাঠে গড়াবে ২১, ২৩ ও ২৬ সেপ্টেম্বর। সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।
এদিকে, এশিয়া কাপের এবারের আসর মাঠে গড়াবে ৩০ আগস্ট থেকে। বাংলাদেশের ম্যাচ ৩১ আগস্ট। বাংলাদেশ শ্রীলঙ্কার উদ্দেশে রওয়ানা দেবে ২৬ আগস্ট। এশিয়া কাপের সুপার ফোরে গিয়ে ফাইনাল পর্যন্ত উঠলে নিউজিল্যান্ড সিরিজের আগে খুব বেশি সময় পাবে না টাইগাররা। ওয়ানডে সিরিজ খেলার পরই বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড দল। বিশ্বকাপের পর হবে টেস্ট সিরিজ।
টেস্ট সিরিজ খেলতে ২১ নভেম্বর ফের বাংলাদেশে আসবে নিউজিল্যান্ড। প্রথম টেস্ট ২৮ নভেম্বর ও দ্বিতীয় টেস্ট ৬ ডিসেম্বর শুরু হবে। এই দুই টেস্টের ভেন্যু অবশ্য এখনো চূড়ান্ত করা হয়নি। ২০১৩ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথম টেস্ট খেলবে কিউইরা।
আগামী ৩০ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এবারের এশিয়া কাপ। অধিনায়কত্ব ইস্যুতে নানান নাটকীয়তার শেষে অবশেষে ঘোষণা করা হয়েছে আসন্ন এশিয়া কাপের স্কোয়াড। ১৭ জনের স্কোয়াড ঘোষণা করেন প্রধান নির্বাচন মিনহাজুল আবেদীন নান্নু। জায়গা হয়নি মাহমুদুল্লাহ রিয়াদের।
এশিয়া কাপের বাংলাদেশ দল
সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও নাঈম শেখ।