আগামী ৪ মাসে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ হবে ৯টি

আগামী ৪ মাসে ভারত-পাকিস্তান ম্যাচ হবে  ৯টি
আগামী ৪ মাসে ভারত-পাকিস্তান ম্যাচ হবে ৯টি   © সংগৃহীত

ভারত–পাকিস্তান ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ থাকে ক্রিকেটপ্রেমীদের। পাক-ভারতের দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ এক যুগেরও বেশি সময় ধরে। বৈশ্বিক আসর ছাড়া সাধারণত দলদুটি ২২ গজে মুখোমুখি হয় না। ফলে ক্রিকেটপ্রেমীরা ভারত-পাকিস্তান লড়াইয়ের উত্তাপ উপভোগ করতে পারেন না আগের মতো। তবে এবার সেই আক্ষেপ মিটতে পারে আগামী চার মাসে। ক্রিকেট মাঠে আগামী ৪ মাসে ৯টি ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ দেখবে ক্রিকেট সমর্থকেরা। 

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) এমার্জিং কাপকে রাখা হয়েছে এই হিসেবের মধ্যে। এ ছাড়া সেপ্টেম্বরে এশিয়ান গেমস, এশিয়া কাপ এবং অক্টোবর-নভেম্বরে রয়েছে একদিনের বিশ্বকাপ। এই চারটি প্রতিযোগিতা মিলিয়ে আটটি ম্যাচে মুখোমুখি হতে পারে দু’দেশ।

সব ক্ষেত্রেই অবশ্য রোহিত শর্মাদের সঙ্গে বাবর আজমদের দেখা হবে না। ৯টি ম্যাচের চারটিতে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তানের ‘এ’ বা দ্বিতীয় দল। শ্রীলঙ্কায় চলছে এসিসি এমার্জিং কাপ। এই প্রতিযোগিতায় দু’দেশের ‘এ’ দলের গ্রুপ পর্বের খেলা ১৯ জুলাই। ভারত এবং পাকিস্তান এই প্রতিযোগিতার ফাইনালে উঠতে পারলে আবার খেলা হবে ২৩ জুলাই। 

আরও পড়ুন: বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি প্রকাশ

এরপর রয়েছে এশিয়া কাপ। সেখানে বাবরদের বিরুদ্ধে খেলবেন রোহিতেরা। এই প্রতিযোগিতার সূচি এখনও প্রকাশিত হয়নি। এশিয়া কাপের একই গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং নেপাল। ফলে একটি ম্যাচ নিশ্চিত। আশা করা হচ্ছে, গ্রুপ থেকে দু’দলই উঠবে সুপার ফোর পর্বে। সেখানেও মুখোমুখি হবেন রোহিত-বাবরেরা। ফাইনালেও দেখা হতে পারে ভারত-পাকিস্তানের। অর্থাৎ, এশিয়া কাপে তিন বার মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে দু’দলের।

টি–টোয়েন্টির শেষ দেখায় ভারতকে ১০ উইকেটে হারিয়েছিল পাকিস্তান

এশিয়া কাপের মতোই এশিয়ান গেমসের সূচিও প্রকাশিত হয়নি। এশিয়ান গেমসে ঋতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে তরুণ ক্রিকেটারদের নিয়ে দল গড়েছে ভারত। এই প্রতিযোগিতাতেও দু’বার পাকিস্তানের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে গ্রুপ পর্ব এবং নক আউট পর্ব মিলিয়ে। একদিনের বিশ্বকাপে আবার মুখোমুখি হবে দু’দেশের সেরা একাদশ। ১৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লিগ পর্বের খেলা। দু’দেশের একটি সেমিফাইনালে বা ১৯ নভেম্বরের ফাইনালে দেখা হতে পারে রোহিত-বাবরদের।

১৯ জুলাই থেকে ১৯ নভেম্বর এই চার মাসে ন’বার ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ পেতে পারেন ক্রিকেটপ্রেমীরা। মিটতে পারে তাদের আক্ষেপ।

এদিকে, ভারত-পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচের বিমান ভাড়া চারগুণ। সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়ার মতে, ভারতের বড় শহরগুলো থেকে আহমেদবাদে যাওয়ার ভাড়া গড়ে বেড়েছে ৩৫০ শতাংশ! ভারতের ম্যাচ ১৫ অক্টোবও হওয়ায় ১৪, ১৫ ও ১৬ অক্টোবর মুম্বাই থেকে আহমেদাবাদ যাওয়ার ভাড়া ভারতীয় মুদ্রায় ছিল ৫ হাজার রুপি। ওই সময় মূল্য বাড়িয়ে ২১ হাজার ৯৬০ রুপি করা হয়েছে। দিল্লি থেকে ভাড়া ছিল ৭ হাজার রুপি। ওই তিনদিনের জন্য ভাড়া ২১ হাজার ২৭৬ রুপি। 

কলকাতা থেকে আহমেদাবাদে যাওয়ার ভাড়া বেড়েছে প্রায় চারগুণ। সাধারণ সময়ে ভাড়া ১১শ’ রুপি। ভারত-পাকিস্তান ম্যাচের সময় মূল্য নেওয়া হচ্ছে ৪২ হাজার ৪৩৯ রুপি। ব্যাঙ্গালুরু থেকে ভাড়াটা একটু কম। ১০ হাজারের ভাড়া রাখা হচ্ছে ১৮ হাজার ৬৬৫ রুপি। হায়দরাবাদ থেকে সেটা আবার ১০ হাজারের জায়গায় ৩৬ হাজার রুপি এবং চেন্নাই থেকে ১০ হাজারের জায়গায় ৪৫ হাজার ৪২৫ রুপি। 

আগামী ১৫ অক্টোবর ওয়ানডে বিশ্বকাপের হাই-ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। তার আগে এশিয়া কাপে আরও দুই বার মুখোমুখি হচ্ছে দল দুটি। বিশ্বকাপের আগে আগামী ৩১ আগস্ট পাকিস্তানের মাটিতে শুরু হচ্ছে আসন্ন এবারের এশিয়া কাপ। 

৩১ আগস্ট থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত চলবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই ক্রিকেটযজ্ঞ। ভারতের আপত্তির মুখে এবার হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এশিয়া কাপ। পাকিস্তানে লিগ পর্যায়ের চারটি ম্যাচ হবে। শ্রীলঙ্কায় বাকি ৯টি ম্যাচ হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence