ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে গেলেন জোকোভিচ

ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে গেলেন জোকোভিচ
ফ্রেঞ্চ ওপেন জিতে নাদালকে টপকে গেলেন জোকোভিচ  © সংগৃহীত

প্রত্যাশিত জয়ে ফ্রেঞ্চ ওপেন জিতে সেই ইতিহাস গড়েছেন নোভাক জোকোভিচ। ক্যারিয়ারের ২৩তম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিজেকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন তিনি। এই সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ে রাফায়েল নাদালকে ছাড়িয়ে রেকর্ড করে নিয়েছেন সার্বিয়ান কিংবদন্তি তারকা। প্রতিপক্ষ ক্যাসপার রুড শুরুটা করেছিলেন দুর্দান্ত। তবে শেষ পর্যন্ত প্রতিপক্ষকে পাত্তা না দিয়ে সরাসরি সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন সাবেক নম্বর ওয়ান এই টেনিস তারকা। ফ্রেঞ্চে এটি তার তৃতীয় শিরোপা।

রোববার (১১ জুন) ফ্রান্সের রাজধানী প্যারিসের রোলাঁ গাঁরোয় ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ক্যাসপার রুডকে হারিয়ে চ্যাম্পিয়ন হন তিনি। টেনিস ইতিহাসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড এখন সার্বিয়ান এই তারকার দখলে।

প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ক্যাসপার রুড। সেটির বিপরীতে অভিজ্ঞ নোভাক জোকোভিচ অভিজ্ঞতার পুরোটা দিয়ে নিজেকে নিংড়ে দিলেন। দ্বিতীয় সেট জিতে নিলেন সহজেই। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেছিলেন রুড। তবে সেটি টাইব্রেকারে যাওয়ার আগেই জোকোভিচ জিতে যান ৭-৬ (৭-১),৬-৪, ৭-৫ গেমে।

গতবছর ভিসা জটিলতায় পড়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে পারেননি নোভাক জোকোভিচ। সেবার শিরোপা জিতে সর্বাধিক ২২টি গ্র্যান্ড স্লামের রেকর্ডটা নিজের করে নিয়েছিলেন রাফায়েল নাদাল। তবে স্প্যানিশ তারকার সেই রেকর্ড ভাঙতে সময় লাগল না জোকোভিচের। ক্যাসপার রুদকে হারিয়ে পুরুষ এককে সর্বোচ্চ ২৩টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড একান্তই নিজের করে নিলেন তিনি। অবসরে চলে যাওয়া রজার ফেদেরার জিতেছিলেন ২০টি গ্র্যান্ড স্ল্যাম।

চোটের কারণে ক্লে কোর্টের রাজা নাদাল এবার তার প্রিয় এই টুর্নামেন্টে অংশ নিতে পারেননি। তাতে পথটা আরও সহজ হয়ে যায় জোকোভিচের। টানা ২০ ম্যাচ জয়ের আত্মবিশ্বাসে দারুণ ফর্মেও ছিলেন তিনি। ফাইনালে কোনো গ্র্যান্ড স্ল্যাম না জেতা প্রতিপক্ষকে তো কোনো সুযোগই দেননি তিনি।

ফ্রেঞ্চ ওপেন জিতে নতুন উচ্চতায় জোকোভিচ

ফরাসি ওপেনের মতো সমান তিনবার ইউএস ওপেন জিতেছেন জোকোভিচ। তিনি সবচেয়ে সফল অস্ট্রেলিয়ান ওপেনে, বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামটি জিতেছেন রেকর্ড ১০ বার। আর গ্রাস কোর্টের গ্র্যান্ড স্ল্যাম উইম্বলডনে তার শিরোপা সাতটি।

জয়ের প্রতিক্রিয়ায় সবাইকে ধন্যবাদ দিয়েছেন রোমাঞ্চিত জোকোভিচ বলেন, আমার দল, আমার পরিবার সবাই এখানে। আমার দুই ভাই এখানে নেই তবু সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আমার জন্য ধৈর্য্য ধরার জন্য, সহ্য করার জন্য সবাইকে ধন্যবাদ। আমি ভাগ্যবান যে ২৩বার এটা জিততে পেরেছি। এটা অবিশ্বাস্য অনুভূতি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence