আর্জেন্টিনাকে পুনরায় ফাইনাল খেলার আহবান ফ্রান্স সমর্থকদের

আর্জেন্টিনাকে  ফাইনাল খেলার আহবান ফ্রান্স সমর্থকদের
আর্জেন্টিনাকে ফাইনাল খেলার আহবান ফ্রান্স সমর্থকদের  © সংগৃহীত

কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২। ফাইনালে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছরের খরা কাটায় আর্জেন্টিনা। তবে এখনও বিতর্ক যেন পিছু ছাড়ছে না। খেলার শুরু থেকেই ফ্রান্স দলের সমর্থকরা মাঠে থাকা রেফারির সমালোচনা করছে আসছে। অনেকে মন্তব্য করেছেন, রেফারি মাঠে একপেশে আচরণ করেছেন। খবর  র।

এসব অনিয়মের অভিযোগ তুলে ফ্রান্সের সমর্থকরা পুনরায় ফাইনাল খেলার আহবান জানিয়েছে।  এজন্য ২ লাখ মানুষের অনুমতিসহ স্বাক্ষর সংগ্রহ করা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলায় হয়েছে, স্বাক্ষর সংগ্রহের বিষয়টি শীর্ষ ২০ টি ঘটনার মধ্যে একটি। যদি স্বাক্ষরের সংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যায় তাহলে এটি ফ্রান্সে নতুন আলোচনার বিষয় হয়ে দাঁড়াতে পারে। 

এছাড়াও ফ্রান্স সমর্থকদের দাবি, সঠিকভাবে মানা হয়নি ভিডিও এসিট্যান্স রেফারি (ভিএআর) সুবিধা।   

আরও পড়ুন: স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ

অনেকে প্রশ্ন তুলেছেন ফাইনাল খেলার শুরুতে আর্জেন্টিনার পাওয়া পেনাল্টি ছিল ভুল সিদ্ধান্ত। এর কারণ হিসেবে সমর্থকরা বলছেন, উসমান দেম্বেলের সঙ্গে ডি মারিয়ার কোনো ধরনের ধাক্কা-ধাক্কি হয়নি। এছাড়া ডি মারিয়ার করা গোলটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। 

এছাড়া মাঠে রেফারিকে দুর্নীতিবাজ বলে  তার বিরুদ্ধে মন্তব্য করা হয়েছে। মন্তব্যের সংখ্যাও ৮৫ হাজার পৃষ্ঠা ছাড়িয়ে গেছে। মন্তব্যে রেফারিকে দুর্নীতিবাজ উল্লেখ করা হয়েছে। 


সর্বশেষ সংবাদ