ফেসবুকিংয়ের ঘোর বিরোধী আমি: ড. জাফর ইকবাল

ড. মুহম্মদ জাফর ইকবাল
ড. মুহম্মদ জাফর ইকবাল  © টিডিসি ফটো

প্রখ্যাত কথাসাহিত্যিক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, তোমরা যারা পরীক্ষায় অকৃতকার্য হয়েছ, এতে তোমাদের কোন দোষ নেই। অনেকগুলো আনুষঙ্গিক কারণে তোমরা অকৃতকার্য হয়েছ। আমরা তোমাদের গল্প শুনেছি। তোমাদের জন্য আমরা ব্যথিত। তোমাদের পেছনে একটা সিল দেয়া হয়েছে। তোমরা অকৃতকার্য। আমি মনে করি এর পেছনে শিক্ষাব্যবস্থা দায়ী। দেখো, আজকে যারা এখানে এসেছি সবাই কিন্তু তোমাদের ভালোবেসে এসেছে। তোমরা কথা দাও তোমরা থেমে যাবে না। 

আজ মঙ্গলবার (১১ জুন) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটশন বাংলাদেশ (কেআইবি) অডিটোরিয়ামে গণস্বাক্ষরতা অভিযানের উদ্যোগে এসএসসি পরীক্ষা-২৪ এ অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপী চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ড. জাফর ইকবাল বলেন, যারা শুধু ফেসবুকিং করে আমি এটার ঘোর বিরোধী। আমরা কেন শুধু শুধু একটা স্ক্রিনে এতটা সময় অপচয় করব? নিজেদের মূল্যবান সময় নষ্ট করা অনুচিত বলে মন্তব্য করেছেন তিনি।

তিনি বলেন, একজন শিক্ষার্থী ক্লাসরুম থেকে মাত্র ২০ শতাংশ শিখতে পারেন। বাকি ৮০ শতাংশ শিখতে হবে জীবন থেকে। যারা জীবন থেকে শিখতে পারে তারাই প্রকৃত ভালো ছাত্র। যারা এখানে আছো তোমাদের প্রত্যেকেরই কোনো না কোন স্পেশাল গুণ রয়েছে। আমি মনে করি তোমরা এখনও নিজের স্পেশালিটি নির্বাচন করতে পারনি। এগিয়ে যেতে হলে তোমাদের মধ্যে একটা জেদ এবং তেজ থাকতে হবে। কেন তুমি পারবে না? তোমাকেই পারতে হবে। এমন মানসিকতা থাকলেই সফল হওয়া সহজ হবে।

শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করে তিনি আরও বলেন, একজন ছেলে কিংবা মেয়ে যখন হুট করে সিদ্ধান্ত নেয় যে আমি পড়াশোনা করব তখন থেকে আর কেউ তাকে আটকে রাখতে পারে না। কাজেই তোমাদের সেই সিদ্ধান্ত টা প্রয়োজন। জীবনে ধাক্কা খেতে হয়। যারা ধাক্কা খায়নি তারা জীবনে কিছু করতে চায়নি। তোমরা সবাই কথা দাও পুনরায় পরীক্ষা দিবে। যেই ৩ লক্ষ বাচ্চা অকৃতকার্য হয়েছ কেউ যেন বলতে না পারে তোমরা দেশের বোঝা হয়েছ। 

সম্মেলনে পরীক্ষায় অকৃতকার্য হওয়ার কারণ এবং এ অবস্থা থেকে উত্তরণের সম্ভাব্য উপায় নিয়ে দুই শতাধিক অকৃতকার্য শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট শিক্ষক বিভিন্ন জেলা থেকে সম্মেলনে অংশ নেয়।

সম্মেলনে সকালের অধিবেশনে উপস্থিত ছিলেন, অর্থনীতিবিদ ড. কাজী খালেকুজ্জামান আহমদ, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান, ফেরদৌস আহমেদ এমপি, কথাসাহিত্যিক ও লেখক ড. মুহম্মদ জাফর ইকবাল, কথা সাহিত্যিক আনিসুল হক, সাবেক শিক্ষা সচিব আন আই খান, সংগীত শিল্পী রাহুল আনন্দ এবং এভারেস্ট বিজয়ী এম এ মুহিত।

এছাড়াও বিকেলের অধিবেশনে উপস্থিত ছিলেন এম এ মান্নান এমপি, আরমা দত্ত, শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম, সংগীত শিল্পী ফাহমিদা নবী এবং নকিব খান, এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!