দিনে ১-২ ঘন্টা গেমে সময় কাটায় প্রাথমিকের ৯২ শতাংশ শিক্ষার্থী: গবেষণা

ঘরে বসে মুঠোফোনে গেমস খেলছে শিক্ষার্থীরা
ঘরে বসে মুঠোফোনে গেমস খেলছে শিক্ষার্থীরা  © ফাইল ছবি

প্রাথমিকের ২৭ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী ডিভাইস ব্যাবহার করে। এরমধ্যে মোট ৯২ দশমিক ৩ শতাংশ শিক্ষার্থী দৈনিক ১ থেকে ২ ঘন্টা গেইম খেলায় সময় ব্যয় করে। গণসাক্ষরতা অভিযানের এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

আজ শনিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ‘মহামারি উত্তর শিক্ষা: স্কুল শিক্ষার পুনরুদ্ধার ও আগামীর অভিযাত্রা’ শীর্ষক এডুকেশন ওয়াচ ২০২২ নামের এ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। 

প্রতিবেদনের তথ্য বলছে, মাধ্যমিকের ৮১ দশমিক ১ শতাংশ শিক্ষার্থীও গেইম খেলায় সময় ব্যয় করে দৈনিক ১ থেকে ২ ঘন্টা। তবে ডিভাইস ব্যাবহার করছে মোট ২৪ দশমিক ৫ শতাংশ শিক্ষার্থী। প্রাথমিক ও মাধ্যমিকের এক চতুর্থাংশ শিক্ষার্থীর অভিভাবক মোবাইল ফোনের অত্যাধিক ব্যবহারকে সমস্যা হিসেবে দেখলেও তিন চতুর্থাংশ শিক্ষার্থীর অভিভাবক এটিকে উল্লেখযোগ্য কোন সমস্যা হিসেবে দেখছে না। 

আরও পড়ুন: ৮ মাসে ৩৬১ শিক্ষার্থীর আত্মহত্যা, বিশ্ববিদ্যালয় পড়ুয়া ৬৬ জন

প্রতিবেদনের তথ্য অনুযায়ী আরও জানা যায়, শহরের বস্তি এলাকার শিক্ষার্থীদের শতভাগই গেম খেলে দিনে ১ থেকে ২ ঘন্টা সময় ব্যয় করে। এছাড়া গ্রামীন, শহরতলী ও শহরে যথাক্রমে এই সময় গেম খেলে ব্যয় করে ৯৪ দশমিক ৬ শতাংশ, ৮৩ দশমিক ৯ শতাংশ এবং ৭৯ দশমিক ৯ শতাংশ শিক্ষার্থী। 

এ সময় আরও উপস্থিত ছিলেন এডুকেশন ওয়াচের সভাপতি ও পিকেএসএফের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী, শিক্ষক নেতা কাজী ফারুক আহমেদ প্রমুখ।


সর্বশেষ সংবাদ