ছাত্রীকে অপহরণ করে বরখাস্ত প্রধান শিক্ষক
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১০ অক্টোবর ২০২২, ০৯:৫৬ PM , আপডেট: ১০ অক্টোবর ২০২২, ০৯:৫৬ PM
নাটোরের গুরুদাসপুরের নাজিরপুর মরিয়ম মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির বৈঠকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
১ অক্টোবর ওই বিদ্যালয়ের এক এসএসসি পরীক্ষার্থীকে (১৬) ব্যবহারিক পরীক্ষা শেষে ফেল করানোর ভয় দেখিয়ে অপহরণ করে রাজশাহী নিয়ে যান প্রধান শিক্ষক ফিরোজ আলী। ওই রাতে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন প্রধান শিক্ষকসহ ৩ জনের বিরুদ্ধে।
পরদিন ২ অক্টোবর নাজিরপুর ইউনিয়নের কারিগরপাড়ার জাহাঙ্গীরের বাড়ি থেকে পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করেন।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী প্রধান শিক্ষক ফিরোজ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে মোছা. ফরিদা পারভিনকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ম্যানেজিং কমিটির সভাপতি মো. আব্দুল হাই বলেন, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের মামলা চলমান। তাই মাধ্যমিক শিক্ষা অফিসের সঙ্গে আলোচনা করে তাকে আপাতত বরখাস্ত করা হয়েছে।
মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওহেদুজ্জামান জানান, প্রথমে অভিযুক্ত প্রধান শিক্ষককে কেন্দ্র সচিব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। উনার বিরুদ্ধে ফৌজদারি মামলা চলমান। তাই তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।