এক অভিভাবক তার বক্তব্যে বলেন, শহরের প্রাণকেন্দ্রে নিজ বাসায় স্কুলছাত্রীর নৃশংস খুনের মধ্য দিয়ে স্কুলপড়ুয়া মেয়েরা আতঙ্কিত হয়ে পড়েছে। অভিভাবকেরাও তাদের নিয়ে আতঙ্কিত। একা ঘরের মধ্যে রেখে গেলে কখন কোন অঘটন ঘটে। খুনের ঘটনায় জড়িত সব আসামিকে অবিলম্বে আইনের আওতায় আনার পাশাপাশি প্রতিটি এলাকায় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনায় প্রাথমিকভাবে তিনজনকে আটক করা হয়েছে। এর মধ্যে আবদুর রহিম ওরফে রনি প্রধান অভিযুক্ত। বাকি দুজন উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্ত। আবদুর রহিমকে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে আবদুর রহিম ওরফে রনিসহ তিনজনকে পুলিশ আটক করেছে। পুলিশের দাবি, আবদুর রহিমই ওই ছাত্রীকে হত্যা করেছেন।