পরীক্ষার হলে শিক্ষার্থীদের নকল দিতে গিয়েছিলেন দুই শিক্ষক, অতপর...

নকল
নকল  © প্রতিকী ছবি

ঝালকাঠির নলছিটি উপজেলায় চলমান এসএসসি পরীক্ষায় নকল সরবরাহের দায়ে দুই শিক্ষককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা সিকদার। দুই শিক্ষককে ২০ হাজার টাকা করে জরিমানা করেছেন তিনি।

আরও পড়ুন: প্রশাসনিক জটিলতা বন্ধে ফের অবস্থান শুরু ঢাবি শিক্ষার্থীর।

ওই শিক্ষকরা হলেন- ইসলামিয়া সিনিয়র মাদরাসার শিক্ষক মাইনুল ইসলাম (৩৮) ও তিমিরকাঠী মাদরাসার শিক্ষক মিরাজ হোসেন (২৬)।

ইউএনও রুম্পা সিকদার বলেন, কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখেন, বহিরাগত দুই শিক্ষক একটি কক্ষে শিক্ষার্থীদের নকল দেওয়ার চেষ্টা করছে। পরে তাদের পাবলিক পরীক্ষা অপরাধ আইনে ২০ হাজার টাকা করে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


সর্বশেষ সংবাদ