চাঁদপুর সদর উপজেলা
ক্লাস রুমে মোবাইল নিতে পারবেন না প্রাথমিকের শিক্ষকরা
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৭ AM , আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৩ AM

ক্লাস রুমে মোবাইল ফোন নিতে পাববেন না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয় চলাকালে অপ্রয়োজনীয় কাগজপত্রসহ অন্য কোনো কিছু স্কুল প্রাঙ্গণে পোড়াতেও পারবেন না। বুধবার চাঁদপুর সদর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি স্কুল চলাকালীন এক ছাত্রীর অগ্নিদগ্ধ হয়ে পুড়ে মরার ঘটনায় চাঁপুরের শিক্ষকদের এমন কঠোর নির্দেশনা দেয়া হয়েছে বলে একাধিক প্রধান শিক্ষক জানিয়েছেন।
নির্দেশনায় বলা হয়েছে, উপজেলার প্রতিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উল্লিখিত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ এবং বাস্তবায়ন করার জন্য নির্দেশ দেয়া হলো।
নির্দেশনার মধ্যে আরো রয়েছে- বিদ্যালয় চলাকালীন সব শিক্ষার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কোনোক্রমেই বেত্রাঘাত করা যাবে না। শিক্ষার্থীরা অপমান বোধ করেন এ ধরনের কোনো কথা বলা যাবে না। বিদ্যালয়ে কোনো শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা দেয়াসহ কাছের হাসপাতালে-চিকিৎসকের কাছে নেয়া এবং তার অভিভাবকে অবহিত করতে হবে। শিক্ষার্থী দিয়ে শিক্ষকদের কোনো ব্যক্তিগত কাজ কোনোক্রমেই করানো যাবে না। শিক্ষার্থীরা যেনো বিদ্যালয় প্রাঙ্গণে নিশ্চিন্তে খেলাধুলা করতে পারে সেই নিরাপদ পরিবেশ তৈরি করতে হবে। বিরতির পর পরবর্তী ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি পুনরায় নিশ্চিত করতে হবে বলেও নির্দেশনায় জানানো হয়।
শিক্ষার্থীদের ইউনিফর্ম শতভাগ নিশ্চিত করাসহ শিক্ষকদেরকে মার্জিত পোশাক পরে বিদ্যালয়ে আসতে। দৈনিক সমাবেশে শিক্ষার্থীদের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়টি নিশ্চিত করতে হবে। রাস্তা সংলগ্ন বিদ্যালয়ে রাস্তা পারাপারে শিক্ষার্থীদের সহযোগিতা করতে হবে। প্রতিটি বিদ্যালয়ে কাবদল গঠনসহ নিয়মিত কার্যক্রম পরিচালনা করতে হবে।