১০ম গ্রেডের দাবিতে সহকারী শিক্ষকদের স্মারকলিপি প্রদান

স্মারকলিপি প্রদান
স্মারকলিপি প্রদান  © টিডিসি ফটো

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড প্রদানের  দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর চারঘাট উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চারঘাট উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানার মাধ্যমে অন্তর্বতীকালীন সরকারে প্রধান উপদেষ্টা বরাবর এ স্মারকলিপি প্রদান করেন তারা।

স্মরকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন চারঘাট খোর্দ্দগোবিন্দপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান, জাফরপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শাহাদৎ হোসেন, সরদহ সরকারী প্রা. বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহেলা খাতুন, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম, সাবিত হোসেন, আবু হাসমত মো. শাহীনসহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ ।

উপজেলার খোর্দ্দগোবিন্দপুর স. প্রা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক মখলেসুর রহমান বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড আর শিক্ষার ভিত্তি হলো প্রাথমিক শিক্ষা। প্রাথমিক শিক্ষকরা শিক্ষার সূতিকা গারের কাণ্ডারি। দৃঢ় বিশ্বাস নোবেল বিজয়ী বৈষম্যবিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শিক্ষকদের কখনো হতাশ করবেন না। যোগ্যতার ভিত্তিতে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ও ন্যায্য অধিকার আলোকে ১০ম গ্রেড বাস্তবায়নের সদয় অনুগ্রহ কামনা করছি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence