অক্সফোর্ডে ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ডব্লিউএফপি

ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)  © সংগৃহীত

দুই থেকে ছয় মাসের ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম (ডব্লিউএফপি)। বাংলাদেশসহ যে কোনো দেশের আন্তর্জাতিক শিক্ষার্থী এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। বিষয়ভেদে আবেদনের সময়সীমার ভিন্নতা রয়েছে। সময়সীমা জানতে ক্লিক করুন এখানে

এ ইন্টার্নশিপের আওতায় উপবৃত্তি হিসেবে শিক্ষার্থীদের প্রতি মাসে এক হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা। এছাড়াও বিমানে আসা-যাওয়ার খরচ প্রদান করা হবে। জাতিসংঘের অধীনে ডব্লিউএফপি এ ইন্টার্নশিপের জন্য অর্থায়ন করবে। এ ইন্টার্নশিপে সার্বিক সহযোগীতা করবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। তবে স্নাতকে ন্যূনতম ২ বছরের পড়াশোনা শেষ করতে হবে।

এগ্রিকালচার, নিউট্রিশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইকোনোমিক্স, আইন, সোশ্যাল সায়েন্সেস, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্চেস ও ইন্টারন্যাশনাল অ্যায়ফয়ার্স নিয়ে পড়া শিক্ষার্থীদের অড়্রাধিকার দেয়া হবে।

সুযোগ-সুবিধাসমূহ:

* প্রতি মাসে এক হাজার ডলার প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৮৬ হাজার টাকা।
* বিমানে আসা-যাওয়ার খরচ।
* ফিল্ড অ্যাসাইনমেন্ট, নেটওয়ার্কিং এবং প্রশিক্ষণের সুযোগ।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থী হতে হবে।
* স্নাতকে ন্যূনতম ২ বছর পড়াশোনা শেষ করতে হবে।
* চ্যালেঞ্জ গ্রহণ করার মন মানসিকতা থাকতে হবে।
* ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া:

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে।  বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ