ইউনেসকোতে বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ, বয়স ২০ হলেই আবেদন
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ২০ মার্চ ২০২৫, ১০:০৭ PM

স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ১ থেকে ৬ মাস মেয়াদি ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে ইউনেসকো (UNESCO)। যে কোনো দেশের ২০ বছর বা তার অধিক বয়সী তরুণ-তরুণীরা এই ইন্টার্নশিপে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ ডিসেম্বর ২০২৫।
ইউনেসকো ইন্টার্নশিপ প্রোগ্রামের লক্ষ্যে হল শিক্ষার্থীদের ইউনেসকোর আদেশ, প্রোগ্রাম ও প্রক্রিয়া সম্পর্কে জানানো এবং শেখানোর পাশাপাশি ব্যবহারিক নিয়োগের মাধ্যমে তাদের একাডেমিক এবং প্রযুক্তিগত জ্ঞান বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা।
ইউনেসকোর সদস্য দেশ ১৯৩টি। ফ্রান্সের রাজধানী প্যারিসে সদরদপ্তরের পাশাপাশি সারা বিশ্বে ৫৩টি ফিল্ড অফিস আছে। ২ হাজার ২০০ কর্মীর অনেকের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হবে এ ইন্টার্নশিপে।
ইন্টার্নশিপের সময়কাল—
ইউনেসকো ইন্টার্নশিপের সময়কাল ১ মাস। তবে শিক্ষার্থীদের কর্মক্ষমতার ওপর নির্ভর করে ৬ মাস পর্যন্ত বাড়াতে পারে কর্তৃপক্ষ। ইন্টার্নশিপের সময়ে প্রতি মাসে আড়াই দিন ছুটি মিলবে। এ ছাড়াও ইন্টার্নশিপ শেষ হওয়ার পরে আপনি ইউনেসকোতে (UNESCO) চাকরির জন্য আবেদন করতে পারবেন।
সুযোগ-সুবিধা—
*নিজের সুবিধা অনুযায়ী জায়গায় ইন্টার্নশিপের সুযোগ;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
*বিনা মূল্যে আবেদনের সুযোগ;
*ইন্টার্নশিপের সময়কালে প্রতি মাসে প্রতি মাসে আড়াই দিন ছুটি প্রদান করবে;
আরও পড়ুন: বাংলাদেশি শিক্ষার্থীদের বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ পাকিস্তানে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
যা যা প্রদান করবে না—
*আবাসন ব্যবস্থা;
*যে কোনো ধরবের ভিসা ও ভ্রমণ খরচ;
আবেদনের যোগ্যতা—
*ন্যূনতম ২০ বছর বয়সী হতে হবে;
*স্নাতক অথবা পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;
*ইংরেজি বা ফরাসি ভাষায় দক্ষ হতে হবে;
*কম্পিউটার ব্যবহারে পারদর্শী হতে হবে;
*যে কোনো পরিবেশে দলীয় কাজ করার মানসিকতা থাকতে হবে;
*যোগাযোগদক্ষতা ভালো হতে হবে;
আরও পড়ুন: হার্ভার্ডের অ্যাস্পায়ার লিডারস প্রোগ্রামে বিনা মূল্যে অংশ নিন, আবেদন আইইএলটিএস ছাড়াই
প্রয়োজনীয় নথিপত্র—
*মেডিকেল সার্টিফিকেট;
*জাতীয় পরিচয়পত্রের কপি;
*একাডেমিক সব সার্টিফিকেট ও মার্কশিট;
আবেদন প্রক্রিয়া—
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ ডিসেম্বর ২০২৫।